‘নিখোঁজ’ কাঞ্চন মল্লিক! বিজেপির ‘হানিমুন পিরিয়ড’ কটাক্ষ…


বিধান সরকার: ‘নিখোঁজ’ কাঞ্চন মল্লিক! তাঁর নামে নিখোঁজ পোস্টার! শুনে কাঞ্চন বললেন “এই তো আমি। যাঁরা দেখতে পেয়েও ইচ্ছাকৃতভাবে দেখতে চান না, তাহলে আমার কিছু করার নেই।” উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক নিখোঁজ! এই মর্মে পোস্টার পড়ে হিন্দমোটর অঞ্চলে। আর তা নিয়েই হই চই।

অভিনেতা কাঞ্চন উত্তরপাড়ার বিধায়ক হওয়ার পর তাঁকে তাঁর বিধানসভা এলাকায় খুব একটা দেখা যায় না বলে অভিযোগ। যদিও শুক্রবার কাঞ্চন মল্লিক কোন্নগরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে দেওয়াল লেখেন। তারপরই তাঁর নামে নিখোঁজ পোস্টার পড়ে উত্তরপাড়াতে। এরপর আজ উত্তরপাড়ায় এসে শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনেও প্রচার করেন। তখনই তিনি ‘নিখোঁজ’ শুনে  কাঞ্চন মল্লিক বলেন, “এই তো আমি। গতকাল কোন্নগরে কল্যাণদার প্রচার কে করল! বিধায়কের অফিস আছে, সেখানে কে বসেছিল। বিধায়কের তহবিলের খরচ কীভাবে হচ্ছে? এত উত্তর আমি কাকে দেব বলুন। এবার যাঁরা দেখতে পাচ্ছেন, তাঁরা যদি ইচ্ছাকৃতভাবে না দেখতে চান, তাহলে তো আমার কিছু করার নেই। আমি কী করতে পারি! বিধায়কের নির্দিষ্ট জায়গা, নির্দিষ্ট অফিস থাকে, সেখানে আমি বসি এবং পরিষেবা দিই। প্রত্যেকের বাড়ি বাড়ি খবর নেওয়া খুব মুশকিল। ইচ্ছা করে কেউ যদি মুখ ঘুরিয়ে থাকেন, তাহলে আমি কী করতে পারি!” বিজেপি ‘ঘামাচিকে কার্বঙ্কল বানাচ্ছে’ বলেও কটাক্ষ করেন তৃণমূল বিধায়ক।

ওদিকে বিজেপি রাজ্য কমিটির সদস্য প্রণয় রায় পালটা কটাক্ষের সুরে বলেন, “কাঞ্চন মল্লিকের এখন হানিমুন পিরিয়ড চলছে।এখন ওনাকে পাওয়া যাবে না, এটাই স্বাভাবিক। আর আগেই বা ওনাকে কবে পাওয়া গিয়েছে। যারা ওনাকে প্রার্থী করেছে, যে দল ওনাকে প্রার্থী করেছিল, তাদের জবাব দেওয়া উচিত সাধারণ মানুষের কাছে। পোস্টার সংস্কৃতি তৃণমূলেরই। তাদেরই কোনও বিরুদ্ধ গোষ্ঠী এই পোস্টার দিয়েছে।”

আরও পড়ুন, Dilip Ghosh: ‘যিনি নিজেকে বাঘিনী বলতেন তিনি বাড়িতেও বিড়ালের মত বেঁচে আছেন’, মমতার মেডিকেল রিপোর্টে কটাক্ষ দিলীপের

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *