Abhishek Banerjee News : ‘মর্নিং ওয়াক করা লোক পার্কে থাক, বাংলার মেয়ে দিল্লি যাক’, দিলীপকে কটাক্ষ অভিষেকের – abhishek banerjee attacks dilip ghosh from medinipur from lok sabha election campaign


লোকসভা নির্বাচনের প্রচারে রবিবার মেদিনীপুরে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন মেদিনীপুরের তৃণমূল প্রার্থী জুন মালিয়ার হয়ে প্রচার শুরু করেন তিনি। মেদিনীপুরের সভা থেকে বিজেপি নেতা দিলীপ ঘোষকে তীব্র কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।তিনি বলেন, ‘পাঁচ বছরে দিলীপ ঘোষ মানুষকে কী পরিষেবা দিয়েছে তা সকলেই দেখেছেন। সকালবেলা দিলীপ ঘোষ শুধু মর্নিং ওয়াক করেছেন। আর কোনও কাজ নেই। আমি সেই কারণে বলব, মর্নিং ওয়াক যিনি করতে চান তাঁকে সাংসদ করবেন? নাকি বাংলা মেয়ে যিনি রাস্তায় থেকে আপনাদের জন্য কাজ করতে চান তাঁকে সাংসদ হিসেবে নির্বাচিত করবেন?’

এখানেই শেষ নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘মর্নিং ওয়াক করা লোক পার্কে থাক, বাংলার মেয়ে দিল্লি যাক।’ BJP-র দ্বিতীয় প্রার্থী তালিকায় বাংলার নাম না থাকা নিয়েও রীতিমতো উল্লেখযোগ্য মন্তব্য করতে শোনা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেন, ‘তৃণমূল থেকে যে উচ্ছিষ্টগুলো বার হবে তাঁদের প্রার্থী করবে বলে বিজেপি বসে রয়েছে। প্রার্থীও নেই।’

এদিন বিজেপিকে আক্রমণ করে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড বলেন, ‘দিলীপ ঘোষকে জেতানোর পরদিন থেকে একটা উন্নয়ন মূলক বৈঠক হলে আমরা তৃণমূলের হয়ে ভোট চাইতে আসব না। দিদি কথা রেখেছেন। তিনি যা যা প্রতিশ্রুতি দিয়েছেন সমস্তটাই পূরণ করেছেন।’

কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে এদিন সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘শিলিগুড়িতে সভা করে প্রধানমন্ত্রী বলেছেন কেন্দ্র সরকার নাকি বাড়ির টাকা দিচ্ছে। তাঁর পদের প্রতি পূর্ণ সম্মান রেখে বলছি, গত ৩ বছরে আবাসের জন্য এক পয়সা দিয়েছে প্রমাণ করতে পারলে আমি তৃণমূলের হয়ে কোনওদিন সভা করতে মাঠে নামব না। শ্বেতপত্র প্রকাশ করুন। যদি মোদীজি প্রমাণ করতে পারেন যে বাংলার মানুষের আবাস প্রকল্পের জন্য গত তিন বছরে দশ পয়সা দিয়েছে তাহলে আমি রাজনীতির আঙিনায় পা রাখব না।’

‘দিলীপদা মানসিক চাপে আছেন’ কটাক্ষ জুন মালিয়ার

অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ‘কথা দিয়ে যাচ্ছি। আমি এক কথার ছেলে। আপনারা অধিকারের জন্য লড়ুন। বাড়ি নিয়ে কোনও চিন্তা করবেন না। আবাস দেবে মা-মাটি -মানুষের সরকার।’ এদিন পাশে থাকার ডাক দেন তিনি।

Abhishek Banerjee : টাকাই তো দাওনি, খেয়েছে কে? জনগর্জনে জবাব ‘তোলাবাজি’র

উল্লেখ্য, মেদিনীপুর কেন্দ্র থেকে কে লোকসভায় দলের প্রার্থী হবে, তা এখনও ঘোষণা করা হয়নি বিজেপির পক্ষ থেকে। গত লোকসভায় সংশ্লিষ্ট কেন্দ্র থেকে জয় এনেছিলেন দিলীপ ঘোষ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *