শুক্রবার সকাল থেকেই একটি খবর ছড়িয়ে পড়ে। অসুস্থ অমিতাভ বচ্চন। তাঁকে ভর্তি করা হয়েছে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে, হয়েছে অ্যাঞ্জিওপ্লাস্টি। সেই খবর আমরাও আপনাদের জানিয়েছিলাম। তবে শনিবার সকালে সুখবরটি জানাতে পেরে আমরা আরও খুশি। একদম সুস্থ আছেন অমিতাভ। রীতিমতো খেলার মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন। স্ট্রিট প্রিমিয়ার লিগের খেলা মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের পাশে বসেই দেখলেন বিগ বি। সুস্থ চনমনে শাহেনশাহকে দেখে স্বস্তি পেলেন ভক্তরাও। এদিন বাবার সঙ্গে খেলার মাঠে হাজির ছিলেন অভিষেক বচ্চনও। এই খবর পেয়ে নিশ্চয়ই আপনারাও হাঁফ ছাড়লেন। আসুন দেখে নিন এই ভিডিয়ো। বিনোদন দুনিয়ার সমস্ত রকম খবরে আপডেটেড থাকতে আপনাদের নজর থাকুক এই সময় ডিজিটালে। Watch The Bengali Video.