প্রসেনজিৎ মালাকার: লোকসভা নির্বাচনে যে বেশি ভোটে লিড দিতে পারবে তার জন্য থাকবে বিশেষ পুরস্কার। কর্মীদের উদ্দেশ্যে বার্তা কাজল শেখ এর।
সামনে লোকসভা নির্বাচন, আর মাত্র মাস খানেক বাকি। লোকসভা নির্বাচনে নানুরের ১১টা অঞ্চলের মধ্যে কম্পিটিশন হবে। যে বেশি ভোটে লিড দিতে পারবে তাদের জন্য থাকবে বিশেষ পুরস্কার। তৃণমূলের কর্মী সভা থেকে বার্তা বীরভূম জেলা পরিষদের সভাপতির কাজল শেখ-এর। এদিন নানুর ব্লকের দাসকলগ্রাম করেয়া গ্রাম ২ নম্বর অঞ্চলের সাদিনগর গ্রামে কর্মীসভা থেকে তৃণমূল কংগ্রেসের কর্মীদের পুরস্কার দেওয়ার বার্তা কাজল শেখের।
উপস্থিত ছিলেন, বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অসিত কুমার মাল, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, নানুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি, নানুর ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য্য সহ অন্যান্য নেতা কর্মী।
মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘যারা পুরনো কর্মী আছে নবীন প্রবীন সকলকে নিয়ে পঞ্চায়েত স্তর থেকে শুরু করে, বুথ সভাপতি থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সকলকে একসঙ্গে বসিয়ে আলাপ আলোচনার মধ্য দিয়ে প্রত্যেকটি পঞ্চায়েতে যেতে হবে’।
তিনি আরও বলেন, ‘নানুর ব্লকের যে ১১টি পঞ্চায়েত আছে। এই ১১টা পঞ্চায়েতের মধ্যে কম্পিটিশন হবে। যে বেশি ভোটে লিড দেবে তার জন্য অবশ্যই কিছু গিফট কিছু পুরস্কার দেওয়া হবে নানুর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে। সেই উপহার নেওয়ার জন্য তৈরি হন। নিজেদের মধ্যে কম্পিটিশন করুন’।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)