Lok Sabha Election 2024 Schedule,রাজ্যে ৭ দফায় লোকসভা ভোট! ‘বিজেপি কমিশনকে পকেটস্থ করেছে’, নিশানা তৃণমূলের, বাকিরা কী বলল? – lok sabha election 2024 will be conducted in 7 phases in west bengal reaction of tmc bjp cpim and congress


লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন। দেশে মোট ৭ দফায় হতে চলেছে নির্বাচন। একইসঙ্গে বাংলাতেও ওই ৭ দফাতেই হবে ভোট। আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হবে ভোট, চলবে ১ জুন পর্যন্ত। ফলাফল ঘোষণা হবে ৪ জুন। রাজ্যে ৭ দফায় নির্বাচন ঘোষণার পর বিভিন্ন প্রতিক্রিয়া আসতে শুরু করেছে রাজনৈতিক দলগুলির কাছ থেকে।তৃণমূল নেতা শান্তনু সেন বলেন, ‘যে নির্বাচন কমিশনকে আইনের মধ্যে দিয়ে বিজেপি নিজেদের পকেটস্থ করেছে, যে প্রধানমন্ত্রী নির্বাচন হচ্ছে, সেই প্রধানমন্ত্রী নিজেই নির্বাচন কমিশনার মনোনয়ন করছেন, মানে খেলার মাঠে ক্রিকেট টিমের ক্যাপ্টেনই ঠিক করে দিচ্ছেন আম্পায়র কে হবেন, সেখানে তো নিরপেক্ষতা আশা করা যায় না। যে দলটাকে রাজনৈতিকভাবে তারা জিততে পারে না, রাজনৈতিকভাবে অবমাননা করে, তাদের সঙ্গে তো তারা এমন করবেই।’

একইসঙ্গে তৃণমূলের চন্দ্রিম ভট্টাচার্য বলেন, ‘বেশি দফায় ভোট হলে ভোটদাতার সংখ্যা কমে যায় এটা দেখেছি। ১-২ দফায় ভোট হলে ভোটদাতার সংখ্যা বেশি থাকে। বেশি দফায় ভোট হলে, যে দলের আর্থিক ক্ষমতা বেশি সেই দল সুবিধা পায়। অনেক বড় রাজ্যে এক দফায় ভোট হচ্ছে। ৭ দফা ভোটের প্রয়োজন ছিল না। কেন ৭ দফায় তার ব্যাখ্যা নেই।’

এদিকে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, ‘উত্তরপ্রদেশ বিহারেও ৭ দফায় নির্বাচন হচ্ছে, তার সঙ্গে পশ্চিমবঙ্গেও। বিহার – উত্তরপ্রদেশ তাদের নির্দিষ্ট ভোট সংস্কৃতির থেকে বেরিয়ে আসতে পেরেছ। কিন্তু পশ্চিমবঙ্গ সেখান থেকে বেরতে পারল না। তৃণমূল প্রতিবারের মতো এবারেও পাহাড় থেকে সাগরে একই হুমকি চালিয়ে যাচ্ছে। এতে সারা দেশের মানুষের কাছে পশ্চিমবঙ্গের ফেসলস হচ্ছে।’

আর সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘মুখ্যমন্ত্রী যখন বিরোধী নেত্রী ছিলেন, তখন বরাবরই চাইতেন ৫ দফা – ৮ দফাতে ভোট হোক। আর পঞ্চায়েত সহ যে কোনও নির্বাচনে মানুষ বুঝেছে ক’দফায় ভোট হচ্ছে তাতে কোনও লাভের লাভ হচ্ছে না, কত পুলিশ আসল তাতে কিছু নির্ভর করছে না। নির্বাচন কমিশনের কাজ হচ্ছে, প্রত্যেকে যাতে নিজের মত অনুযায়ী ভোট দিতে পারেন তা নিশ্চিত করা। ওরা মনে করেছে ৭ দফায় ভোট করবে, করুক। কিন্তু নিশ্চিত করতে হবে, মানুষ যেন নিজের ভোট নিজে দিতে পারে।’
West Bengal By Election Date : লোকসভা ভোটের সঙ্গেই বাংলায় ২ বিধানসভা আসনে উপনির্বাচন, দিনক্ষণ ঘোষণা কমিশনের

অন্যদিকে কংগ্রেস নেতা সৌম্য আইচ রায়ের গলাতেও কার্যত একইরকম কথা শোনা যায়। তিনি বলেন, ‘ক’টা দফায় হল নির্বাচন, সেটা গুরুত্বপূর্ণ নয়। কিন্তু নির্বাচনের যেন দফারফা না হয়। নির্বাচন কমিশনকে দেখতে হবে, প্রতিটা মানুষ যেন তাঁর ভোট নির্বিঘ্নে নির্ভয়ে ও শান্তিতে দিতে পারে। তার জন্য দফা হল, পেট্রোলিং হল, সেটা তাদের বিষয়। পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে ও নির্বাচন পরবর্তী হিংসার ইতিহাস রয়েছে। তাই একবিন্দু রক্তও যাতে না ঝরে, মানুষ যেন খুন না হয়, সেটা সুনিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনকে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *