Train Cancelled : শিয়ালদা ডিভিশনে টানা ৫২ ঘণ্টা বাতিল প্রায় দেড়শ ট্রেন, চরম দুর্ভোগ যাত্রী-পরীক্ষার্থীদের – train cancel in huge number in sealdah bongaon line and sealdah main line


রেলের কাজের জন্য ফের ট্রেন বাতিল শিয়ালদা ডিভিশনে। দমদম জংশন স্টেশনে নন-ইন্টারলকিং-এর কাজের জন্য নিয়ন্ত্রণ করা হচ্ছে একগুচ্ছ ট্রেন চলাচল। এই প্রসঙ্গে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে পূর্ব রেল। গতকাল মধ্যরাত থেকে আগামীকাল ভোর ৪টে পর্যন্ত মোট ৫২ ঘণ্টা চলবে এই নন-ইন্টারলকিং-এর কাজ। যার জেরে বাতিল থাকছে প্রচুর ট্রেন।শিয়ালদা মেন ও শিয়ালদা – বনগাঁ শাখায় ১৪৩টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে বলে জানা যাচ্ছে। এছাড়াও বাতিল করা হয়েছে বেশ কয়েকটি প্যাসেঞ্জার ট্রেনও। বনগাঁ শিয়ালদা শাখার বহু ট্রেনই দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত যাচ্ছে। শতাধিক লোকাল ট্রেন বাতিল ও যাত্রাপথ সংক্ষিপ্ত হয়ে যাওয়ার জেরে চূড়ান্ত হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। একইসঙ্গে এদিন রয়েছে ফুড এসআই-এর পরীক্ষা। ফলে অনেক পরীক্ষার্থীকেও হয়রানির মধ্যে পড়তে হচ্ছে।

রেলের এই কাজের জন্য আজ শনিবার শিয়ালদা – হাবড়া লাইন, শিয়ালদা – হাসনাবাদ লাইন, শিয়ালদা -মধ্যমগ্রাম লাইন, শিয়ালদা – দমদম ক্যান্টনমেন্ট লাইন, শিয়ালদা – বারাসত লাইন, শিয়ালদা – গোবরডাঙা লাইন, শিয়ালদা -দত্তপুকুর লাইন, শিয়ালদা – রানাঘাট লাইন, শিয়ালদা – ডানকুনি লাইন, শিয়ালদা – ব্যারাকপুর লাইন, শিয়ালদা -নৈহাটি লাইন, ব্যারাকপুর – দমদম লাইন, বিবাদী বাগ – কৃষ্ণনগর সিটি জংশন লাইন, মাঝেরহাট – মধ্যমগ্রাম লাইন, মাঝেরহাট -বারাসত লাইন, শিয়ালদা – বনগাঁ লাইন, হাসনাবাদ – মাঝেরহাট লাইন, বারাসত – হাসনাবাদ লাইন, হাসনাবাদ – দমদম জংশন লাইন, বালিগঞ্জ – ব্যারাকপুর লাইন, মাঝেরহাট – নৈহাটি লাইন, শিয়ালদা – বর্ধমান লাইন, শিয়ালদা -কাটোয়া লাইন, শিয়ালদা – কোমাগাতা মারু বজবজ লাইন ও ক্যানিং – বারাসত লাইনে বহু ট্রেন বাতিল রাখা হচ্ছে।

এছাড়া আগামীকাল রবিবারও একই থাকবে ট্রেনের পরিস্থিতি। ছুটির দিনে শিয়ালদা – ব্যারাকপুর লাইন, শিয়ালদা – নৈহাটি লাইন, ব্যারাকপুর – দমদম জংশন লাইন, বিবাদী বাগ – কৃষ্ণনগর সিটি জংশন লাইন, মাঝেরহাট -মধ্যমগ্রাম লাইন, শিয়ালদা – হাসনাবাদ লাইন, শিয়ালদা – ডানকুনি লাইন, শিয়ালদা – বারাসত লাইন, শিয়ালদা – গোবরডাঙা লাইন, শিয়ালদা -দত্তপুকুর লাইন, মাঝেরহাট – হাবড়া লাইন, দত্তপুকুর – মাঝেরহাট লাইন, মাঝেরহাট – বারাসত লাইন, হাসনাবাদ -মাঝেরহাট লাইন, বারাসত – হাসনাবাদ লাইন, হাসনাবাদ – দমদম জংশন লাইন, বালিগঞ্জ – ব্যারাকপুর লাইন, মাঝেরহাট – নৈহাটি লাইন, শিয়ালদা – বর্ধমান লাইন, শিয়ালদা – কাটোয়া লাইন, শিয়ালদা -কোমাগাতা মারু বজবজ লাইন, ক্যানিং -বারাসত লাইন ও শিয়ালদা – বনগাঁ লাইনেও বাতিল থাকছে বেশকিছু ট্রেন।

এদিকে এই পরিস্থিতি, গন্তব্যে পৌঁছতে ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ যাত্রীদের। অনিয়মিত ট্রেন চলাচলের কারণে লোকালগুলিতে ব্যাপক ভিড়। অনেকেই বিকল্প হিসেবে সড়কপথে গন্তব্যে পৌঁছনর চেষ্টা করছেন। সেক্ষেত্রে কোনও কোনও ক্ষেত্রে বাড়তি ভাড়া নেওয়ারও অভিযোগ উঠছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *