রেলের এই কাজের জন্য আজ শনিবার শিয়ালদা – হাবড়া লাইন, শিয়ালদা – হাসনাবাদ লাইন, শিয়ালদা -মধ্যমগ্রাম লাইন, শিয়ালদা – দমদম ক্যান্টনমেন্ট লাইন, শিয়ালদা – বারাসত লাইন, শিয়ালদা – গোবরডাঙা লাইন, শিয়ালদা -দত্তপুকুর লাইন, শিয়ালদা – রানাঘাট লাইন, শিয়ালদা – ডানকুনি লাইন, শিয়ালদা – ব্যারাকপুর লাইন, শিয়ালদা -নৈহাটি লাইন, ব্যারাকপুর – দমদম লাইন, বিবাদী বাগ – কৃষ্ণনগর সিটি জংশন লাইন, মাঝেরহাট – মধ্যমগ্রাম লাইন, মাঝেরহাট -বারাসত লাইন, শিয়ালদা – বনগাঁ লাইন, হাসনাবাদ – মাঝেরহাট লাইন, বারাসত – হাসনাবাদ লাইন, হাসনাবাদ – দমদম জংশন লাইন, বালিগঞ্জ – ব্যারাকপুর লাইন, মাঝেরহাট – নৈহাটি লাইন, শিয়ালদা – বর্ধমান লাইন, শিয়ালদা -কাটোয়া লাইন, শিয়ালদা – কোমাগাতা মারু বজবজ লাইন ও ক্যানিং – বারাসত লাইনে বহু ট্রেন বাতিল রাখা হচ্ছে।
এছাড়া আগামীকাল রবিবারও একই থাকবে ট্রেনের পরিস্থিতি। ছুটির দিনে শিয়ালদা – ব্যারাকপুর লাইন, শিয়ালদা – নৈহাটি লাইন, ব্যারাকপুর – দমদম জংশন লাইন, বিবাদী বাগ – কৃষ্ণনগর সিটি জংশন লাইন, মাঝেরহাট -মধ্যমগ্রাম লাইন, শিয়ালদা – হাসনাবাদ লাইন, শিয়ালদা – ডানকুনি লাইন, শিয়ালদা – বারাসত লাইন, শিয়ালদা – গোবরডাঙা লাইন, শিয়ালদা -দত্তপুকুর লাইন, মাঝেরহাট – হাবড়া লাইন, দত্তপুকুর – মাঝেরহাট লাইন, মাঝেরহাট – বারাসত লাইন, হাসনাবাদ -মাঝেরহাট লাইন, বারাসত – হাসনাবাদ লাইন, হাসনাবাদ – দমদম জংশন লাইন, বালিগঞ্জ – ব্যারাকপুর লাইন, মাঝেরহাট – নৈহাটি লাইন, শিয়ালদা – বর্ধমান লাইন, শিয়ালদা – কাটোয়া লাইন, শিয়ালদা -কোমাগাতা মারু বজবজ লাইন, ক্যানিং -বারাসত লাইন ও শিয়ালদা – বনগাঁ লাইনেও বাতিল থাকছে বেশকিছু ট্রেন।
এদিকে এই পরিস্থিতি, গন্তব্যে পৌঁছতে ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ যাত্রীদের। অনিয়মিত ট্রেন চলাচলের কারণে লোকালগুলিতে ব্যাপক ভিড়। অনেকেই বিকল্প হিসেবে সড়কপথে গন্তব্যে পৌঁছনর চেষ্টা করছেন। সেক্ষেত্রে কোনও কোনও ক্ষেত্রে বাড়তি ভাড়া নেওয়ারও অভিযোগ উঠছে।