দার্জিলিং আসন নিয়ে বিজেপির অন্দরে রীতিমতো ঝড় উঠেছে। লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ হলেও এখনও দার্জিলিং আসনে প্রার্থী কে হবেন সে নিয়ে জল্পনা রয়েছে। এরইমধ্যে দার্জিলিং এর বিজেপি বিধায়ক নিরজ জিম্বার হুঁশিয়ারিতে দলের মধ্যে চর্চা শুরু হয়ে গিয়েছে। বিদায়ী সাংসদ রাজু বিস্তার জায়গায় এবার প্রাক্তন কূটনীতিবিদ হর্ষবর্ধন শ্রিংলাকে প্রার্থী করা হতে পারে বলেও জল্পনা।
হুঁশিয়ারি বিজেপি বিধায়কের
এদিকে, দার্জিলিং এর সাংসদ রাজু বিস্ত এবার টিকিট না পেলে নিজে নির্দল হয়ে ভোটে লড়বেন বলে হুঁশিয়ারি দিলেন দিয়েছেন নিরজ জিম্বা। তাঁর এই ঘোষণার পর বিজেপির মধ্যেই শোরগোল পড়েছে। রাজু বিস্তাকে প্রার্থী না করা হলে এভাবে বিক্ষুব্ধরা ভোটে দাঁড়ালে সেক্ষেত্রে ভোটে ফলাফল খারাপ হতে পারে বলেই মনে করছেন জেলা বিজেপি নেতৃত্বের একাংশ।
দার্জিলিঙে প্রার্থী বদল?
প্রসঙ্গত, দার্জিলিং লোকসভা কেন্দ্রে প্রতিবার প্রার্থী বদল করতে দেখা গিয়েছে বিজেপি নেতৃত্বদের। প্রতিবছর প্রার্থী বদল করেও এই কেন্দ্র বিজেপি এর দখলেই গিয়েছে। স্বাভাবিকভাবেই বিজেপির একাংশ মনে করছে এবারও প্রার্থী বদল করা হবে। কয়েক মাস ধরে প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলাকে জেলায় ঘুরতে দেখা যাচ্ছে। তিনি এখানকার ভূমিপুত্র বলে প্রচার করছেন। একটি স্বেচ্ছাসেবী সংগঠন করে কাজ করলেও এর পেছনে ভোটে লড়ার পরিকল্পনা রয়েছে বলে রাজনৈতিক মহলে অনেকদিন ধরেই শোনা যাচ্ছে। বিজেপি এর কিছু নেতাদেরও তাঁর সঙ্গে দেখা গিয়েছে।
এরইমধ্যে ভোটের দোরগোড়ায় নিরজ জিম্বা জানিয়েছেন, রাজু বিস্তাকে কাজের ছেলে। গোর্খাদের কাছের মানুষ। যে কারণে তাঁকে প্রার্থী না করা হলে তিনি নির্দল হিসেবে লড়বেন। রাজু বিস্তা গোর্খাদের সমস্যাকে দিল্লী অবধি নিয়ে গিয়েছেন। চেষ্টা করেছেন সমাধান করার। তাই তিনি যোগ্য প্রার্থী বলে দাবি করেছেন নিরজ জিম্বা। এদিকে কিছুদিন আগেই পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধানের জন্য নিজের রক্ত দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠিও লিখেছিলেন নিরজ জিম্বা। পাহাড়ের স্থায়ী সমস্যা সমাধানের ব্যাপারে এবার বিজেপির ইস্তেহারে সুনির্দিষ্ট আশ্বাস দেওয়া হোক বলেও দাবি করা হয়েছে GNLF- এর তরফে।