এই বিষয়ে ক্যামেরার সামনে কিছু বলতে না চাইলেও এলাকার বিজেপি নেতাদের অভিযোগ, পোস্টারগুলি মেরেছে তৃণমূলই। তবে বিজেপির উপরতলা থেকে নির্দেশ দেওয়া হয়েছে, এই ধরনের বিতর্কিত বিষয়ে মুখ না খুলতে। আর সেই কারণেই ক্যামেরার সামনে কিছু বলতে নারাজ স্থানীয় বিজেপি নেতৃত্ব।
অন্যদিকে তৃণমূলের এক নেত্রী বলেন, ‘লকেট চট্টোপাধ্যায়কে প্রার্থী হিসেবে বিজেপিরই অনেকের পছন্দ নয়। এই নিয়ে অনেক জলঘোলা হয়েছে। হুগলি জেলায়, ৩ – ৪ জনের নামে দেওয়াল লিখনও হয়েছে। লকেট প্রার্থী হওয়ার পর ওদের মাথা খারাপ হয়ে গিয়েছে। গতকাল আমাদের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর থেকে প্রচার শুরু করেছেন। বিজেপি নিজেদের হারের রেজাল্ট হাতে নিয়ে বসে রয়েছে। লকেটের ৫ বছরের কর্মব্যর্থতা ঢাকতে, আগাম ওরা নানা ছলচাতুরি করে প্রমাণ করতে চাইছে তৃণমূলকে আসনটায় জিততে বিজেপিই সাহায্য করেছে, এটা ওদের নাটক ছাড়া কিছুই নয়।’
প্রসঙ্গত, এই প্রথম নয়, এর আগেও হুগলির বিভিন্ন জায়গায় পোস্টারকে ঘিরে ছড়িয়েছে বিতর্ক। কিছুদিন আগে খন্যানে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে দেখা যায় পোস্টার। সেখানে লেখা ছিল ‘পাঁচ বছরে লকেট দিদির দেখা নাই, তাই এবারে এখানে বিজেপির ভোট নাই।’ আবার কয়েকদিন আগে, জেলার উত্তর চন্দননগরের তালডাঙা, সরিষাপাড়া, বোড়াইচণ্ডীতলা, লক্ষ্মীগঞ্জ বাজারে মতো এলাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে লেখা খোলা চিঠি পোস্টার আকারে সাঁটানো থাকতে দেখা যায়। সেই পোস্টারে লেখা ছিল, ‘মোদীজি আমাদের বাঁচান লকেট চট্টোপাধ্যায়ের হাত থেকে।’