BJP West Bengal,’তৃণমূলের দালালগুলোকে দূর হঠাও’ হুগলিতে ৩ বিজেপি নেতার বিরুদ্ধে পোস্টার ঘিরে শোরগোল – poster against 3 bjp leader raises controversy at hooghly bansberia


আবারও পোস্টার ঘিরে চাঞ্চল্য হুগলিতে। এবার বিজেপি নেতাদের ছবি দিয়ে পোস্টার পড়ল হুগলির বাঁশবেড়িয়ায়। যার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির রাজনৈতিকমহলে। ক্যামেরার সামনে কিছু না বললেও স্থানীয় বিজেপি নেতাদের অভিযোগ, এই ধরনের ঘটনার নেপথ্যে রয়েছে তৃণমূল। যদিও পালটা তৃণমূলের দাবি, তাদের এই ধরনের কাজ করার সময়ই নেই। তারা নিজেদের প্রার্থীর প্রচার নিয়েই ব্যস্ত।হুগলির বাঁশবেড়িয়া পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের ধোপা ঘাট এলাকা সহ বিভিন্ন জায়গায় ওই ধরনের পোস্টার দেখা যায়। পোস্টারে বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সভাপতি তুষার মজুমদার, সাধারণ সম্পাদক সুরেশ সাউ এবং রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহর ছবি দিয়ে ‘তৃণমূলের দালাল’ বলে উল্লেখ করা হয়েছে। পোস্টারে লেখা, ‘তৃণমূলের দালালগুলোকে হুগলি থেকে দূর হঠাও।’ যদিও কে বা কারা ওই পোস্টারগুলি লাগিয়েছে, সেই বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু জানা যায়নি।

এই বিষয়ে ক্যামেরার সামনে কিছু বলতে না চাইলেও এলাকার বিজেপি নেতাদের অভিযোগ, পোস্টারগুলি মেরেছে তৃণমূলই। তবে বিজেপির উপরতলা থেকে নির্দেশ দেওয়া হয়েছে, এই ধরনের বিতর্কিত বিষয়ে মুখ না খুলতে। আর সেই কারণেই ক্যামেরার সামনে কিছু বলতে নারাজ স্থানীয় বিজেপি নেতৃত্ব।

অন্যদিকে তৃণমূলের এক নেত্রী বলেন, ‘লকেট চট্টোপাধ্যায়কে প্রার্থী হিসেবে বিজেপিরই অনেকের পছন্দ নয়। এই নিয়ে অনেক জলঘোলা হয়েছে। হুগলি জেলায়, ৩ – ৪ জনের নামে দেওয়াল লিখনও হয়েছে। লকেট প্রার্থী হওয়ার পর ওদের মাথা খারাপ হয়ে গিয়েছে। গতকাল আমাদের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর থেকে প্রচার শুরু করেছেন। বিজেপি নিজেদের হারের রেজাল্ট হাতে নিয়ে বসে রয়েছে। লকেটের ৫ বছরের কর্মব্যর্থতা ঢাকতে, আগাম ওরা নানা ছলচাতুরি করে প্রমাণ করতে চাইছে তৃণমূলকে আসনটায় জিততে বিজেপিই সাহায্য করেছে, এটা ওদের নাটক ছাড়া কিছুই নয়।’

প্রসঙ্গত, এই প্রথম নয়, এর আগেও হুগলির বিভিন্ন জায়গায় পোস্টারকে ঘিরে ছড়িয়েছে বিতর্ক। কিছুদিন আগে খন্যানে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে দেখা যায় পোস্টার। সেখানে লেখা ছিল ‘পাঁচ বছরে লকেট দিদির দেখা নাই, তাই এবারে এখানে বিজেপির ভোট নাই।’ আবার কয়েকদিন আগে, জেলার উত্তর চন্দননগরের তালডাঙা, সরিষাপাড়া, বোড়াইচণ্ডীতলা, লক্ষ্মীগঞ্জ বাজারে মতো এলাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে লেখা খোলা চিঠি পোস্টার আকারে সাঁটানো থাকতে দেখা যায়। সেই পোস্টারে লেখা ছিল, ‘মোদীজি আমাদের বাঁচান লকেট চট্টোপাধ্যায়ের হাত থেকে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *