জিতলে কোন কোন বিষয়ে গুরুত্ব?
- জলের দাবি মেটাবেন
- জল জমার সমস্যা কাটাবেন
- সোনারপুর স্টেশন সংলগ্ন কিছু বিষয় দেখবেন
- মানুষের রুটি রুজিতে গুরুত্ব দেবেন
তৃণমূলের হয়ে লড়ছেন সায়নী
এদিকে যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে অভিনেত্রী তথা যুবনেত্রী সায়নী ঘোষকে। তিনিও ইতিমধ্যেই জোরকদমে প্রচার শুরু করে দিয়েছেন। যাদবপুর লোকসভা কেন্দ্রের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ছুটে বেড়াচ্ছেন সায়নীও। কয়েকদিন আগে প্রচারে বেরিয়ে মোমো তৈরিতে হাত লাগাতেও দেখা যায় তাঁকে। প্রচারে বেরিয়ে বারুইপুর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে মহিলা স্বনির্ভর গোষ্ঠী পরিচালিত আহারে বাংলা রেস্তরাঁয় ঢুকে পড়েন তিনি। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সঙ্গে রীতিমতো মোমো তৈরিতে হাত লাগান তৃণমূল প্রার্থী। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কাজে উৎসাহও প্রদান করেন। সায়নী মনে করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ৩৬৫ দিন মানুষের জন্য কাজ করে। তাই আলাদা করে প্রচার করতে হবে এমন নয়। তবে সকলের সঙ্গে আলাপ করার প্রয়োজন রয়েছে।
বিজেপির প্রার্থী অনির্বাণ
অন্যদিকে এই কেন্দ্রে বিজেপির প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়। প্রথম দফার প্রার্থী তালিকাতেই তাঁর নাম ঘোষণা করেছে বিজেপি। আর নাম ঘোষার পর থেকেই প্রচার শুরু করে দিয়েছেন তিনি। রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই মনে করছেন, কলকাতা সংলগ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র এই যাদবপুর। সেই জায়গা থেকে যাদবপুরের এবারের ভোটের লড়াইও জমে উঠতে চলেছে।