Jadavpur Lok Sabha,’তৃণমূলের মন খারাপ হবে!’ রবিবাসরীয় প্রচারে বেরিয়েই মন্তব্য সৃজনের – jadavpur lok sabha constituency cpim candidate srijan bhattacharyya done campaign on sunday morning


প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে বামফ্রন্ট। প্রথম তালিকায় যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে সৃজন ভট্টাচার্যের নাম ঘোষণা করা হয়েছে বামদের পক্ষ থেকে। আর রবিবার সেই সৃজনকেই দেখা গেল জমিয়ে প্রচার সারতে। এদিন সোনারপুর দক্ষিণ বিধানসভা এলাকার জগদীশপুর থেকে শুরু হয় বামেদের রবিবাসরীয় প্রচার। পায়ে হেঁটে প্রচার করেন সৃজন ভট্টাচার্য। হাত মেলান পথ চলতি মানুষের সঙ্গে। কখনও চায়ের দোকানে, কখনও বাজারে মানুষের সঙ্গে হাতে হাত মিলিয়ে চালান জনসংযোগ। একেবারে বৈকন্ঠপুর মোড় পর্যন্ত চলে সৃজনের প্রচার কর্মসূচি।এদিন সৃজন ভট্টাচার্যা বলেন, ‘মানুষের ভালো সাড়া পাচ্ছি, হুমকি, ধমকি, দুর্নীতি থেকে মানুষ পরিত্রাণ চাইছেন ৷ যাদবপুর বামপন্থীদের পুরানো ঘাঁটি, সেই ঐতিহ্য পুনরুদ্ধার হবে বলে আশাবাদী।’ তিনি জানান, ভোটে জিতলে ওই এলাকার উন্নয়ন করবেন তিনি ৷ পানীয় জলের সমস্যা থেকে আরম্ভ করে, জল জমা ও মানুষের রুজি রুটি নিয়ে কাজ করবেন ৷ একইসঙ্গে তৃণমূলকে খোঁচা দিয়ে সৃজন বলেন, ‘একদফায় ভোট হলে তৃণমুলের সুবিধা হত, মন খারাপ হবে ওদের।’ গনতান্ত্রিক অধিকারকে সুরক্ষিত করতে মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান সৃজন৷ এদিন নিজের জয়ের বিষয়ে একেবারে আত্মবিশ্বাসী দেখায় সৃজনকে।

জিতলে কোন কোন বিষয়ে গুরুত্ব?

  • জলের দাবি মেটাবেন
  • জল জমার সমস্যা কাটাবেন
  • সোনারপুর স্টেশন সংলগ্ন কিছু বিষয় দেখবেন
  • মানুষের রুটি রুজিতে গুরুত্ব দেবেন

তৃণমূলের হয়ে লড়ছেন সায়নী

এদিকে যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে অভিনেত্রী তথা যুবনেত্রী সায়নী ঘোষকে। তিনিও ইতিমধ্যেই জোরকদমে প্রচার শুরু করে দিয়েছেন। যাদবপুর লোকসভা কেন্দ্রের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ছুটে বেড়াচ্ছেন সায়নীও। কয়েকদিন আগে প্রচারে বেরিয়ে মোমো তৈরিতে হাত লাগাতেও দেখা যায় তাঁকে। প্রচারে বেরিয়ে বারুইপুর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে মহিলা স্বনির্ভর গোষ্ঠী পরিচালিত আহারে বাংলা রেস্তরাঁয় ঢুকে পড়েন তিনি। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সঙ্গে রীতিমতো মোমো তৈরিতে হাত লাগান তৃণমূল প্রার্থী। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কাজে উৎসাহও প্রদান করেন। সায়নী মনে করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ৩৬৫ দিন মানুষের জন্য কাজ করে। তাই আলাদা করে প্রচার করতে হবে এমন নয়। তবে সকলের সঙ্গে আলাপ করার প্রয়োজন রয়েছে।

বিজেপির প্রার্থী অনির্বাণ

অন্যদিকে এই কেন্দ্রে বিজেপির প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়। প্রথম দফার প্রার্থী তালিকাতেই তাঁর নাম ঘোষণা করেছে বিজেপি। আর নাম ঘোষার পর থেকেই প্রচার শুরু করে দিয়েছেন তিনি। রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই মনে করছেন, কলকাতা সংলগ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র এই যাদবপুর। সেই জায়গা থেকে যাদবপুরের এবারের ভোটের লড়াইও জমে উঠতে চলেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *