Left Front Candidate List,অপেক্ষার অবসান, দ্বিতীয় দফার প্রার্থী ঘোষণা বামেদের – left front declared second phase candidate list of lok sabha election 2024


বিকেলেই সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছিলেন, প্রথম দফায় রাজ্যের যে ৩টি কেন্দ্রে নির্বাচন আছে, সেগুলির মধ্যে ২টি কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করে দেওয়া হয়েছে। তৃতীয়টিরও করে দেওয়া হবে। সেই মতো তৃতীয় কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করে দিল বামফ্রন্ট। শনিবারই ভোটের নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে। কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী ৭ দফায় ভোট হতে চলেছে রাজ্যে। প্রথম দফায় ভোট হতে চলেছে রাজ্যের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার আসনে। তার মধ্যে কোচবিহার ও জলপাইগুড়ি আসনে আগেই প্রার্থী দিয়েছিল বামেরা। এবার আলিপুরদুয়ার আসনের জন্যও ঘোষণা করে দেওয়া হল প্রার্থী।আলিপুরদুয়ার আসনে বামফ্রন্ট প্রার্থী মিলি ওঁরাও। আরএসপি-র প্রতীকে লড়বেন ওই প্রার্থী। এর আগে কোচবিহার কেন্দ্রে নীতীশচন্দ্র রায়কে প্রার্থী করে বামেরা। আর জলপাইগুড়িতে টিকিট দেওয়া হয় দেবরাজ বর্মনকে। এবার প্রথম দফায় নির্বাচন হতে চলা তৃতীয় কেন্দ্রটিতেও প্রার্থী দিয়ে দিল বামেরা।

কেন্দ্র প্রার্থী
আলিপুরদুয়ার মিলি ওঁরাও

রবিবার এক সাংবাদিক বৈঠকে সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, ‘রাজ্যে ৭ দফায় নির্বাচন হচ্ছে, তবে ৭ দফায় হবে বা কবে থেকে হবে তা জানার আগেই আমরা প্রথম তালিকা দিয়ে দিয়েছি, প্রথম দফায় ৩টি আসনে নির্বাচন হবে। তার মধ্যে ২টি কেন্দ্রে আমরা প্রার্থী দিয়েই দিয়েছি। তৃতীয় আসনেও প্রার্থী বামফ্রন্ট দিয়ে দেবে। তিনি জানান, রবিবার বামফ্রন্টের বৈঠক ছিল। প্রথম দফার সমস্ত তালিকা বেরিয়ে যাবে। সেলিমের সেই কথার কিছু পরেই বামেদের তরফে আলিপুরদুয়ার আসনের জন্য প্রার্থীর নাম ঘোষণা করে দেওয়া হয়।

এর আগে গত বৃহস্পতিবার প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। সেই তালিকায় মোট ১৬ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়। প্রথম দফার প্রার্থী তালিকায় সুজন চক্রবর্তী এবং বিপ্লব ভট্ট ছাড়া বাকি ১৪ জনই নতুন মুখ। একইসঙ্গে সেই তালিকায় তরুণ ব্রিগেডের ওপরেও বিশেষভাবে ভরসা রাখতে দেখা গিয়েছে বামেদের। প্রার্থী করা হয়, সায়ন বন্দ্যোপাধ্যায়, সৃজন ভট্টাচার্য, দীপ্সিতা ধরের মতো ইয়াং ব্রিগেডকে। আর এবার দ্বিতীয় দফার প্রার্থী ঘোষণা করা হল বামেদের তরফে। অন্যদিকে নাম ঘোষণার পর থেকেই প্রচারের ময়দানে নেমে পড়েছেন বামফ্রন্ট্রের প্রার্থীরা। জোরকদমে প্রচারও চালাচ্ছেন তাঁরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *