Prasun Banerjee,’আমার নাম প্রসূন বন্দ্যোপাধ্যায়, ম্যায় হুঁ না!’ মালদায় তৃণমূল প্রার্থীর মন্তব্যে তুমুল শোরগোল – malda uttar lok sabha tmc candidate prasun banerjee comment raises controversy


নির্বাচনী সভায় কেন্দ্রীয় বাহিনীর উদ্দেশে প্রছন্ন হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের মালদা উত্তর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা সদ্য প্রাক্তন পুলিশ আধিকারিক প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। কেন্দ্রীয় বাহিনীর উদ্দেশে প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিএসএফ প্যারামেলটরি সবাইকে বলছি, আইনের মধ্যে থাকুন। আমরা আইনের মধ্যে আছি। নির্বাচন শান্তিপূর্ণ হোক, অবাধ ও স্বচ্ছ হোক। প্যারামিটারি যদি ভয় দেখায়, আমার নাম প্রসূন বন্দ্যোপাধ্যায়, ম্যায় হাঁ না!’প্রসূন আরও বলেন, ‘নির্বাচন সদনকে বসিয়ে রাখতে হবে এখানে, এই স্কুলেই বসিয়ে রাখতে হবে। তাঁদের জল দেবেন। ওঁদেরকে অযত্ন করবেন না। ওঁরাও চাকরি করে। শুধু বলবেন প্রসূন বন্দ্যোপাধ্যায় খেলতে এসেছে। বুটের দপদপানি, একে ৪৭, এসএলআর দিয়ে কোনও লাভ নেই। শুধু বলবেন, ডাকছি আধ ঘণ্টার মধ্যে প্রসূন বন্দ্যোপাধ্যায় ঢুকছে। ওঁ বুঝে নেবে, আইন কানুন অবজারভার সব বুঝে নেবে। আধিকারিকদের সম্মান দেবেন। কুকথা বলবেন না। বাহিনীকে সম্মান দেবেন। ততক্ষণ দেবেন, যতক্ষণ তারা আপনাকে সম্মান দিচ্ছে। সবটা আমার উপর ছেড়ে দিন, রাস্তায় নামব। চারিদিক অবরুদ্ধ হয়ে যাবে। ভারতবর্ষ দেখবে উত্তর মালদায় ভোট হচ্ছে।’

এদিকে মালদা উত্তরের লোকসভা কেন্দ্রের প্রার্থীর এমন হুঁশিয়ারিকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি। এই প্রসঙ্গে বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সভাপতি পার্থসারথি ঘোষ বলেন, ‘তৃণমূলের যে প্রার্থী হুমকি দিয়েছেন, তার কাছে এটাই প্রত্যাশিত। আমরা তাঁর দীর্ঘ কর্মজীবন দেখেছি। তাঁর কর্মজীবনে তিনি যে ভাবে দলদাসের মতো কাজ করেছেন, সরকারি উচ্চপদে থাকার পরেও করেছেন। আমরা আগেও জানতাম শাসক দলের সঙ্গে তাঁর সরাসরি যোগাযোগ, আর পদে থেকে তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন।’
‘তৃণমূলের কর্মী মানে ফেরিওয়ালা!’ বিধায়কের মন্তব্য ঘিরে তুমুল চর্চা

একইসঙ্গে ওই বিজেপি নেতা বলেন, ‘এটা লোকসভা ভোট। জাতীয় নির্বাচন কমিশন বিগত দিনেও সুষ্ঠু নির্বাচন করেছে। তারা সজাগ দৃষ্টি রাখবে। তাদের ক্ষমতার ওপরে আমরা নিশ্চিত। তাদের উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। তাই এই ধরনের মন্তব্যকে আমরা গুরুত্ব দিতে নারাজ।’

প্রসঙ্গত, মালদা উত্তর লোকসভা কেন্দ্রে প্রসূন বন্দ্যোপাধ্যায়কে টিকিট দিয়েছেন তৃণমূল কংগ্রেস। অন্যদিকে বিজেপি ফের একবার টিকিট দিয়েছে খগেন মুর্মুকে। গত লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে খগেন মুর্মুই জয়ী হয়েছিলেন। যদিও বাম কিংবা কংগ্রেসের তরফে এখনও পর্যন্ত এই কেন্দ্রে কোমওরকম প্রার্থী তালিকা ঘোষণা করা হয়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *