Building Collapse In Kolkata,গার্ডেনরিচে ভেঙে পড়ল নির্মীয়মান বহুতল, এখনও পর্যন্ত মৃত ২, ক্ষতিপূরণের ঘোষণা – building collapses in kolkata garden reach area


শহর কলকাতায় ভেঙে পড়ল নির্মীয়মান বহুতল। ঘটনাস্থল কলকাতার গার্ডেনরিচ এলাকা। এখনও পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আহত আরও বেশ কয়েকজন। মৃত ও আহতরে সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জোরকদমে চলছে উদ্ধারকাজ। রাতেই ঘটনাস্থলে পৌঁছন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল সহ অন্যান্য উচ্চপদস্থ কর্তারা। রাত ৩টে নাগাদ এলাকায় ঢোকে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। তারপর আরও গতি আসে উদ্ধারকার্যে। যদিও সূত্রের খবর, ঘটনাস্থলে ঢোকার রাস্তা বেশ সংকীর্ণ হওয়ায় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং দমকলের পৌঁছতে বেশ কিছুটা সময় লেগে যায়। এনডিআরএফ-এর সঙ্গে উদ্ধার কাজে হাত লাগিয়েছেন স্থানীয় মানুষজনও।স্থানীয় সূত্রে খবর, যে সময় ঘটনাটি ঘটেছে, সেই সময় এলাকায় প্রায় সবাই ঘুমিয়ে ছিলেন। হঠাৎই ভয়াবহ শব্দে ঘুম ভেঙে যায় তাঁদের। বিকট শব্দে ঘুম ভেঙে যাওয়ার পর তড়িঘড়ি বাড়ি থেকে বেরিয়ে আসেন সকলে। দেখতে পান ধুলোয় ভরে গিয়েছে চারিদিক। ধ্বংসস্তূপের আকারে পড়ে থাকতে দেখা যায় নির্মীয়মান বহুতলটিকে।

এদিকে লালবাজার সূত্রে খবর, রাত ১২টা দুর্ঘটনার খবর পায় পুলিশ। এরপরেই দ্রুত ব্য়বস্থা নেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। তৎপরতার সঙ্গে শুরু হয় উদ্ধারকার্য। বন্দর এলাকাকে যানজট মুক্ত রাখার ওপরে গুরুত্ব দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই আহতদের মধ্যে বেশকয়েকজনকে উদ্ধার করে স্থানীয় নার্সিংহোম ও কাউকে কাউকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখনও পর্যন্ত ভিতরে ৭ জন আটকে রয়েছেন বলে খবর। তাঁদের জল ও অক্সিজেন দেওয়া হচ্ছে বলে জানাচ্ছে দমকল।

ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। গোটা পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। একইসঙ্গে ফিরহাদ বলেন, ‘মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, যাঁরা মারা গিয়েছেন তাঁদের পরিবার পিছু ৫ লাখ টাকা, আহতদের পরিবার পিছু ১ লাখ টাকা দেওয়া হবে।’তিনি আরও জানান, এখনও পর্যন্ত মোট ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে ৭ জনকে স্থানীয় হাসপাতালে এবং এক জনকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পরেই ছেড়ে দেওয়া হয়। যাঁদের মৃত্যু হয়েছে তাঁরা দু’জনেই মহিলা। মৃতাদের নাম সাম বেগম ও হাসিনা খাতুন। ভেঙে পড়া বাড়িটি ‘অবৈধ’ বলে জানিয়েছেন মেয়র। সেক্ষেত্রে আইন অনুযায়ী যা করার করা হবে বলেও জানন ফিরহাদ। এদিকে গার্ডেনরিচে বহুতল ভেঙে পড়ার ঘটনায় মেয়র ফিরহাদ হাকিমকে সোশ্যাল মিডিয়ায় খোঁচা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *