এদিকে লালবাজার সূত্রে খবর, রাত ১২টা দুর্ঘটনার খবর পায় পুলিশ। এরপরেই দ্রুত ব্য়বস্থা নেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। তৎপরতার সঙ্গে শুরু হয় উদ্ধারকার্য। বন্দর এলাকাকে যানজট মুক্ত রাখার ওপরে গুরুত্ব দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই আহতদের মধ্যে বেশকয়েকজনকে উদ্ধার করে স্থানীয় নার্সিংহোম ও কাউকে কাউকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখনও পর্যন্ত ভিতরে ৭ জন আটকে রয়েছেন বলে খবর। তাঁদের জল ও অক্সিজেন দেওয়া হচ্ছে বলে জানাচ্ছে দমকল।
ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। গোটা পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। একইসঙ্গে ফিরহাদ বলেন, ‘মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, যাঁরা মারা গিয়েছেন তাঁদের পরিবার পিছু ৫ লাখ টাকা, আহতদের পরিবার পিছু ১ লাখ টাকা দেওয়া হবে।’তিনি আরও জানান, এখনও পর্যন্ত মোট ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে ৭ জনকে স্থানীয় হাসপাতালে এবং এক জনকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পরেই ছেড়ে দেওয়া হয়। যাঁদের মৃত্যু হয়েছে তাঁরা দু’জনেই মহিলা। মৃতাদের নাম সাম বেগম ও হাসিনা খাতুন। ভেঙে পড়া বাড়িটি ‘অবৈধ’ বলে জানিয়েছেন মেয়র। সেক্ষেত্রে আইন অনুযায়ী যা করার করা হবে বলেও জানন ফিরহাদ। এদিকে গার্ডেনরিচে বহুতল ভেঙে পড়ার ঘটনায় মেয়র ফিরহাদ হাকিমকে সোশ্যাল মিডিয়ায় খোঁচা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।