Dear Lottery : লটারি কেটে কোটিপতি! এত টাকা খরচ করবেন কী ভাবে? উত্তরে চমকে দিলেন রাজমিস্ত্রি – dear lottery one crore rupees prize won by bankura worker


৩০ টাকায় কোটিপতি হলেন এক রাজমিস্ত্রি। লটারির টিকিট ভাগ্য ফেরাল দিন আনা দিন খাওয়া শ্রমিকের। বাঁকুড়া জেলার এক শ্রমিকের রাতারাতি ভাগ্য বদল। কোটি টাকার মালিক হয়ে আনন্দে আত্মহারা সেই শ্রমিক। সঙ্গে রয়েছে কিছু উৎকণ্ঠাও। এত টাকা দিয়ে করবেন কী? লটারি জিতে সেই শ্রমিক জানালেন, প্রথমেই নিজের একটি স্বপ্নের বাড়ি বানাবেন! বাকি টাকা ছেলেমেয়ের পড়াশোনার জন্য খরচা করবেন। তারপর অন্য চিন্তা।দীর্ঘ দিন ধরে লটারি কাটছেন, কিন্তু কোনওভাবেই ভাগ্য সঙ্গ দিচ্ছিল না বাঁকুড়া জেলার খাতড়ার রাধামোহনপুর গ্রামের বাসিন্দা, পেশায় রাজমিস্ত্রী রাবন বাউরির। কিন্তু এবার কপাল খুলে গেল তাঁর। কাজ শেষে বাড়ি ফেরার পথে স্থানীয় খড়বন মোড়ে প্রতিদিনকার অভ্যাস মতো মাত্র ৩০ টাকা খরচ করে ‘এক ঘর’ লটারি কাটেন তিনি, আর তাতেই কেল্লাফতে। রবিবার সন্ধ্যার ওই টিকিটেই ১ কোটি টাকা পেলেন তিনি।

কিন্তু সেই এক কোটি টাকা ঘুম কেড়েছে রাবনের। ব্যক্তিগত ‘নিরাপত্তা’র স্বার্থে আপাতত আস্তানা গেড়েছেন খাতড়া থানায়। নিজমুখেই সেকথা জানালেন ‘কোটি পতি’ রাবন বাউরি। একই সঙ্গে তিনি আরও জানান, লটারিতে পাওয়া টাকা ছেলে-মেয়ের পড়াশুনার খরচ আর মাথা গোঁজার মতো একখানি বাড়ি করাই এখন তার লক্ষ্য। এর বাইরে কি করবেন এখনো ভেবে উঠতে পারেননি বলেই জানিয়েছেন।

লটারি বিক্রেতা শিবু বাউরি বলেন, অনেক দিন ধরেই লটারীর টিকিট বিক্রির ব্যবসার সাথে যুক্ত রয়েছি, এই প্রথম আমার বিক্রি করা টিকিটে এক কোটির প্রাইজ মানি উঠল বলে তিনি জানান। এক কোটি টাকা লটারি জেতার বেজায় খুশি রাবন বাউরির পরিবার। হাড় ভাঙা খাটুনির পর যেখানে দু মুঠো অন্ন জুটত, সেই পরিবারেই মা লক্ষ্মীর কৃপায় এল কোটি টাকা, আনন্দে আত্মহারা বাউরি পরিবারের সদস্যরা।

Road Accident : লরি পিষে দিল সিমলাপালের কর্মাধ্যক্ষের দুই শিশু সন্তানকে
লটারি কেটে ভাগ্য ফেরার ঘটনা নতুন নয়। এর আগেও একাধিক শ্রমজীবী ঘরের মানুষ লটারিতে প্রাইজ জিতে নিজের ভাগ্য বদল ঘটতে দেখেছেন। কয়েক মাস আগেই
দক্ষিণ দিনাজপুরের এক মিস্ত্রি ভাগ্য ফেরে লটারি পুরস্কার জিতে। বংশীহারী থানার ডিটলহাট এলাকায় জাহাঙ্গির আলম নামে পেশায় এক রাজমিস্ত্রি লটারিতে কোটি টাকা পুরস্কার পান। নিজের পরিবারকে নিয়ে অস্বচ্ছলতার মধ্যেই দিন কাটত তাঁর। মাঝেমধ্যেই লটারি টিকিট কাটতেন তিনি। এরকমই একদিন লটারি কেটে কোটি টাকা জিতে নেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *