Mamata Banerjee : গার্ডেনরিচে ধ্বংসস্তূপের তলায় এখনও আটকে ৬, ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী – mamata banerjee reached at garden reach building collapse area


গার্ডেনরিচে ঘটনাস্থলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নিজে গিয়ে মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে এলাকা পরিদর্শন করেন তিনি। তিনি বলেন, ‘কিছু বাড়ি তৈরি করে প্রোমোটাররা নিশ্চয় ভাববেন, আশেপাশে যে গরীব মানুষগুলো আছে, যেন ক্ষতি না হয়। বাড়ি যাতে মজবুত হয়, সেটা নজর রাখা উচিত।’গার্ডেনরিচে নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আহত এবং নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানালেন তিনিও। ইতিমধ্যেই ওই নির্মীয়মান বাড়ির প্রোমোটারকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে।বিষয়টি নিয়ে এদিন মুখ্যমন্ত্রী জানান, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের গার্ডেনরিচ এলাকায় একটি নির্মীয়মান ভবনের বাড়ি ধসের বিপর্যয়ের কথা জেনে আমি দুঃখিত। আমাদের মেয়র, দমকল মন্ত্রী, সচিব এবং পুলিশ কমিশনার, নাগরিক, পুলিশ, অগ্নি ও বিপর্যয় ব্যবস্থাপনা আধিকারিক এবং দলগুলি (এনডিআরএফ, কেএমসি এবং কেপি দলগুলি সহ) উদ্ধার কার্য চালিয়ে যাচ্ছে।

এরপরেই তিনি জানান, আমরা নিহতদের নিকটাত্মীয় এবং আহত ব্যক্তিদের জন্য ক্ষতিপূরণ প্রদান করব। আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছি এবং উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। গার্ডেনরিচে পাঁচ তলা নির্মীয়মান বাড়ি ভেঙে পড়ার পর উদ্ধার কার্য চালিয়ে যাওয়া হচ্ছে। পাশের যে ঝুপড়িতে এই বাড়িটি ভেঙে পড়ে, সেখানে টালির চালের বাড়িতে মোট ২১ জন ছিলেন। এদের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ১৩ জনকে এখনও পর্যন্ত উদ্ধার করা গিয়েছে। বাকি উদ্ধার কার্য এখনও চালানো হচ্ছে।

গার্ডেনরিচে ভেঙে পড়ল নির্মীয়মান বহুতল, এখনও পর্যন্ত মৃত ২, ক্ষতিপূরণের ঘোষণা
এমনকি, গার্ডেনরিচের ওই বহুতলটির নির্মাণ বেআইনি ছিল বলেও জানিয়েছেন মেয়র। সেই কারণে, নির্মীয়মান বাড়ির প্রোমোটারকে গ্রেফতারের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তবে ভেঙে পড়া বাড়ির ভেতরে আরও কেউ আটকে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। তাঁদের ধীরে ধরে বের করার কাজ চলছে। ধীরে ধীরে কংক্রিটের চাঙ্গর সরানোর কাজ চলছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *