Trinamool Congress : মুখ্যমন্ত্রীর চোট নিয়ে এবার বিতর্কিত মন্তব্য শিশিরের, কমিশনের দৃষ্টি আকর্ষণ তৃণমূলের – trinamool congress protest against mp sisir adhikari statement on mamata banerjee injury incident


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চোট নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগ তুলে এর আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সরব হয়েছিল তৃণমূল কংগ্রেস। এবার তাঁর পিতা সাংসদ শিশির অধিকারীর মন্তব্য নিয়েও শুরু বিতর্ক। শিশির অধিকারীর মন্তব্য নিয়ে কড়া সমালোচনা তৃণমূল কংগ্রেসের।বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়ে তৃণমূল কংগ্রেস অফিসিয়াল এক্স হ্যান্ডেলে লেখা হয়, ‘সাংসদ শিশির অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহাস করে তাঁর ছেলের পথ অনুসরণ করেছেন। অদ্ভুত গর্বের সঙ্গে তিনি পরামর্শ দিলেন যে যদি তার ছেলে শুভেন্দু অধিকারী এবং তার সহযোগীরা তাঁকে আক্রমণ করত, তাহলে সে বাঁচতে পারত না।’ উল্লেখ্য, শিশির অধিকারীর একটি বক্তব্যের ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল) শেয়ার করা হয় তৃণমূল কংগ্রেসের তরফে। সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এই ধরনের মন্তব্য করতে দেখা যায়।

এরপরেই অধিকারী পরিবারকে কটাক্ষ করে তৃণমূলের বক্তব্য, ‘অহংকার ও নিষ্ঠুরতার এই ঘৃণ্য প্রদর্শন অধিকারী প্রাইভেট লিমিটেডের প্রতিফলন ঘটায়।’ বিষয়টি নির্বাচন কমিশনের গুরুত্ব সহকারে দেখা উচিত বলেও মত তৃণমূলের। তাঁদের বক্তব্য, ‘এই ধরনের ভয় দেখানোর কাজগুলি নির্বাচন কমিশনের নজরে পড়া উচিত৷ এই ধরনের আচরণের নিন্দা করার জন্য তাঁদের দ্রুত এবং সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়া অপরিহার্য।

Mamata Banerjee: মাথায় ব্যান্ডেজ, SSKM থেকে বাড়ির পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

প্রসঙ্গত, এর আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি বক্তব্য নিয়েও সমালোচনা করতে দেখা যায় তৃণমূল কংগ্রেসকে। বাড়িতে পড়ে গিয়ে চোট পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে পিজি হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর পর তিনি মূলত বাড়িতেই রয়েছেন।

Trinamool Congress : মমতার অসুস্থতা নিয়ে কুরুচিকর আক্রমণ! শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ, মিছিলের ডাক তৃণমূলের
বৃহস্পতিবার রাতে এই ঘটনার পর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অসুস্থতা নিয়ে একটি রাজনৈতক সভা থেকে কিছু মন্তব্য করেন। সেই ভিডিয়ো শেয়ার করে আক্রমণ শানায় তৃণমূল। এমনকি, এই বক্তব্যের প্রতিবাদে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরিতে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করে তৃণমূল কংগ্রেস। শুভেন্দু অধিকারী বক্তব্য নিয়ে তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ প্রতিবাদস্বরূপ জানান, দুর্ঘটনাজনিত কারণে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর চোট নিয়ে যেভাবে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে প্রকাশ্যে অবমাননাকর মন্তব্য করছেন শুভেন্দু অধিকারী, মানুষের এক্ষেত্রে একটি নূন্যতম মানবিকতাবোধ থাকা উচিত। শুভেন্দু অধিকারীর বক্তব্যের পর এবার শিশির অধিকারীর বক্তব্য নিয়েও সুর চড়াল তৃণমূল কংগ্রেস।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *