Arambagh Lok Sabha,’সব খেয়েলে নরেন’, ছড়া-ব্যঙ্গচিত্রে আকর্ষণীয় তৃণমূল প্রার্থীর প্রচার – tmc campaign for arambagh lok sabha constituency candidate mitali bag by cartoon character


লোকসভা নির্বাচনর দিনক্ষণ ঘোষণা হয় গিয়েছে। প্রচার শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দল। আর সেই প্রচারের ময়দানে বিশেষ নজর কেড়েছে ব্যঙ্গচিত্র। আরামবাগ লোকসভা কেন্দ্রের তণমূল প্রার্থী মিতালী বাগের সমর্থনে দেওয়াল ভরে উঠেছে বিভিন্ন ব্যঙ্গচিত্রে। যেখানে একদিকে যেমন স্থান পেয়েছে, দেশে মূল্যবৃদ্ধির মতো ইস্যু, তেমনই আবার দেখা গিয়েছে রাজ্য সরকারে বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্প।আরামবাগ লোকসভা কেন্দ্রের অন্তর্গত চন্দ্রকোনা বিধানসভা। ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই চন্দ্রকোনার ভগবন্তপুর ২ নম্বর অঞ্চলের মহেশপুর এলাকায় দেওয়াল লিখনের মধ্যে দিয়ে জোরকদমে শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রচার। আরামবাগ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিতালী বাগ। প্রার্থীর সমর্থনে মহেশপুর এলাকায় দেওয়াল লিখনে উঠে এল একাধিক ব্যঙ্গচিত্র ও ছড়া। তৃণমূল কংগ্রেসের এহেন দেওয়াল লিখনে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতি ও কেন্দ্রের প্রধান শাসকদল বিজেপিকে নিশানা করা হয়েছে।

ব্যঙ্গচিত্রে নিশানা করা হয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। কোনও ব্যঙ্কচিত্রে যেমন লেখা হয়েছে, ‘আগে ছিলাম চা ওয়ালা চালিয়েছি দেশ, সবকিছু বেচে দিয়ে চললাম বিদেশ।’ কোথাও আবার লেখা, ‘সবজি থেকে রান্নার তেল, নিত্যপণ্যের আগুন দাম, দেশবাসীর পকেট কাটতে, মূল্য বাড়ছে বেলাগাম।’ একটি দেওয়ালে দেখা গেল কুমিরের ছবি দিয়ে ‘সব খেয়েলে নরেন’। একইসঙ্গে আবার দেওয়ালের বুকেই স্লোগান তোলা হয়েছে, ‘পদ নই পতাকা, সব কেন্দ্রেই মমতা। এই ধরনের একের পর এক দেওয়াল লিখন রীতিমতো নজর কেড়েছে এলাকার বাসিন্দাদের।

এহেন দেওয়াল লিখন যাঁর মস্তিষ্ক প্রসূত ভগবন্তপুর ২ নম্বর অঞ্চলের উপপ্রধান তথা মহেশপুরের তৃণমূল নেতা সেই মনাজুর মোল্লার দাবি, আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমুল প্রার্থী মিতালী বাগের জয় নিয়ে আশাবাদী তাঁরা। খালি আরামবাগ নয়, রাজ্যের ৪২টি আসনেই তৃণমূল কংগ্রেস প্রার্থীরা জয়লাভ করবেন এবং ৪২-এ ৪২ হবে বলে দাবি তৃণমূলের উপপ্রধানের। যদিও ছড়া ও ব্যঙ্গচিত্র সহকারে তৃণমূল কংগ্রেসের এই দেওয়াল লিখনকে পালটা কটাক্ষ করেছে বিজেপিও। বিজেপির চন্দ্রকোনা ১ নম্বর মণ্ডলের সভাপতি সুকান্ত দোলইয়ের বক্তব্য, ‘দেওয়াল লিখনে এই সব অপপ্রচার করে আর লাভ হবে না। ৪০০-র উপর সিট নিয়ে তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদীই। তৃণমূল দলটাই ব্যঙ্গচিত্রে পরিণত হয়েছে। এই দলটাই এখন কার্টুন, তাই তারা এই সব করে কেন্দ্র সরকার ও বিজেপির বিরুদ্ধে অপপ্রচার করছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *