ব্যঙ্গচিত্রে নিশানা করা হয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। কোনও ব্যঙ্কচিত্রে যেমন লেখা হয়েছে, ‘আগে ছিলাম চা ওয়ালা চালিয়েছি দেশ, সবকিছু বেচে দিয়ে চললাম বিদেশ।’ কোথাও আবার লেখা, ‘সবজি থেকে রান্নার তেল, নিত্যপণ্যের আগুন দাম, দেশবাসীর পকেট কাটতে, মূল্য বাড়ছে বেলাগাম।’ একটি দেওয়ালে দেখা গেল কুমিরের ছবি দিয়ে ‘সব খেয়েলে নরেন’। একইসঙ্গে আবার দেওয়ালের বুকেই স্লোগান তোলা হয়েছে, ‘পদ নই পতাকা, সব কেন্দ্রেই মমতা। এই ধরনের একের পর এক দেওয়াল লিখন রীতিমতো নজর কেড়েছে এলাকার বাসিন্দাদের।
এহেন দেওয়াল লিখন যাঁর মস্তিষ্ক প্রসূত ভগবন্তপুর ২ নম্বর অঞ্চলের উপপ্রধান তথা মহেশপুরের তৃণমূল নেতা সেই মনাজুর মোল্লার দাবি, আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমুল প্রার্থী মিতালী বাগের জয় নিয়ে আশাবাদী তাঁরা। খালি আরামবাগ নয়, রাজ্যের ৪২টি আসনেই তৃণমূল কংগ্রেস প্রার্থীরা জয়লাভ করবেন এবং ৪২-এ ৪২ হবে বলে দাবি তৃণমূলের উপপ্রধানের। যদিও ছড়া ও ব্যঙ্গচিত্র সহকারে তৃণমূল কংগ্রেসের এই দেওয়াল লিখনকে পালটা কটাক্ষ করেছে বিজেপিও। বিজেপির চন্দ্রকোনা ১ নম্বর মণ্ডলের সভাপতি সুকান্ত দোলইয়ের বক্তব্য, ‘দেওয়াল লিখনে এই সব অপপ্রচার করে আর লাভ হবে না। ৪০০-র উপর সিট নিয়ে তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদীই। তৃণমূল দলটাই ব্যঙ্গচিত্রে পরিণত হয়েছে। এই দলটাই এখন কার্টুন, তাই তারা এই সব করে কেন্দ্র সরকার ও বিজেপির বিরুদ্ধে অপপ্রচার করছে।’