BJP Candidate List 2024,প্রার্থী তালিকা ঘোষণায় এত বিলম্ব কেন? মুখ খুলল বিজেপি – bjp leader samik bhattacharya reaction about party candidate list announcement


ভোট ঘোষণা করে দিয়েছে জতীয় নির্বাচন কমিশন। একইসঙ্গে চলছে বিভিন্ন দলের প্রার্থী তালিকা ঘোষণার পর্বও। বিভিন্ন কেন্দ্রে প্রচার শুরু করে দিয়েছে দলগুলি। রীতিমতো ঝড় উঠেছে প্রচারের ময়দানে। ইতিমধ্যেই রাজ্যের ৪২ কেন্দ্রেই প্রার্থী দিয়ে দিয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। তবে প্রধান বিরোধী দল বিজেপি এখনও পর্যন্ত রাজ্যে ২০টির বেশি আসনে প্রার্থী দিতে পারেনি। এখনও রাজ্যের ২২ কেন্দ্রে প্রার্থী দেওয় বাকি রয়েছে বিজেপির। প্রার্থী তালিকা ঘোষণায় এখনও এত দেরি হচ্ছে কেন, সেই প্রশ্ন উঠতে শুরু বিভিন্নমহল থেকেও। কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূলও।এই প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, ‘কে কে হারবে এখনও নাম ঠিক করে উঠেত পারেনি বিজেপি। ওদের দাঁড়ান মানে তো হারা। লোক পাচ্ছে না, তার মধ্যে গোষ্ঠীবাজি, তার মধ্যে পরিবারবাদ, তার মধ্যে দুর্নীতিতে যারা ওখানে গিয়েছে তাদের আশ্রয় দেওয়া, এই সব করতে গিয়ে প্রার্থী কই। আমাদের ৪২টা কেন্দ্রে ঝড় উঠে গিয়েছে। দেওয়াল কোথায় পাবে? মানুষ জানে তৃণমূল উন্নয়ন করে। তৃণমূল জানে মানুষ পাশে আছে। ৪২-এ ৪২ টার্গেট নিয়ে নেমে পড়েছ। বিজেপির যে প্রার্থী নেই, তাতেই তো ভোটের ফলাফল কী হতে চলেছে সেটা প্রমাণ হয়ে যাচ্ছে।’

যদিও প্রার্থী নিয়ে এত প্রশ্ন থাকলেও তাতে একেবারেই বিচলিত নয় বিজেপি। এই প্রসঙ্গে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, ‘আমাদের কাছে এটা দেরি হচ্ছে না, মানুষকে ঠিক সময় প্রার্থী জানিয়ে দেওয়ার দায়িত্ব বিজেপির, আমরা জানিয়ে দেব। কিছু মানুষ অহেতুক উৎকণ্ঠায় ভুগছেন। বিজেপির ওপর মানুষের আগ্রহ এতটাই বেশি যে প্রার্থী তালিকা নিয়ে আলোচনা হচ্ছে। এরপরেও আমাদের প্রার্থী তালিকা বেরিয়েছে।’

উল্লেখ্য, বামেরাও ইতিমধ্যে ২ দফায় মোট ১৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে। তার মধ্যে নতুন মুখেদের বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। গুরুত্ব পেয়েছেন তরুণ নেতা নেত্রীরাও। ব্যাপকভাবে প্রচারে নেমে পড়েছেন তাঁরাও। যদিও রাজ্যে এখনও পর্যন্ত কংগ্রেসের তরফে কোনও প্রার্থী ঘোষণা করা হয়নি। এক্ষেত্রে উল্লেখ্য, বাম – কংগ্রেসের জোট নিয়ে এখনও জারি রয়েছে জল্পনা। অন্যদিকে আলোচনা চলছে আইএসএফ-এর সঙ্গেও। যদিও সেখানেও আইএসএফ-এর সঙ্গে কতগুলি আসন নিয়ে বোঝাপড়া হয়েছে, সেই বিষয়েও নিশ্চিত করে কিছু জানা যায়নি। সেক্ষেত্রে বামেরা বাকি আসনে এবং কংগ্রেস বা আইএসএফ কবে প্রার্থী ঘোষণা করে নজর রয়েছে সেদিকেও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *