BJP Candidate List West Bengal : অদ্যই অপেক্ষার অবসান! দমদম-বারাসত-বসিরহাট সহ ২২ আসনে BJP-র প্রার্থী তালিকায় চমকের প্রতীক্ষা – bjp candidate list which west bengal constituency did not have a bjp candidate yet


লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। এখনও ২২টি আসনে দলীয় প্রার্থী কে হবে? নাম ঘোষণা করেনি বিজেপি। এদিকে ১০ মার্চ ব্রিগেডে মেগা সভা করে ৪২ জন প্রার্থীর নামই ঘোষণা করে দিয়েছে তৃণমূল।সূত্রের খবর, বেশ কিছু আসনে কাকে টিকিট দেওয়া হবে, তা নিয়ে বিস্তর চর্চা হয়েছে। BJP-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দিল্লি ডেকে পাঠানো হয়। সোমবার বিজেপির জাতীয় নির্বাচন কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেই বাংলার বাকি ২৩টি আসনে প্রার্থীদের নাম নিয়ে চর্চা হয় বিস্তর। বাংলার দুই সাংগঠনিক সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী ও সতীশ ধন্দও উপস্থিত ছিলেন বৈঠকে।

এখনও পর্যন্ত জলপাইগুড়ি, দার্জিলিং, রায়গঞ্জ , জঙ্গিপুর , কৃষ্ণনগর , ব্যারাকপুর , দমদম, বারাসত, বসিরহাট , মথুরাপুর, ডায়মন্ড হারবার, কলকাতা (দক্ষিণ) , কলকাতা (উত্তর), উলুবেড়িয়া, শ্রীরামপুর , আরামবাগ , তমলুক, ঝাড়গ্রাম, মেদিনীপুর, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, বীরভূম কেন্দ্রগুলিতে প্রার্থী ঘোষণা করেনি বিজেপি।

পাশাপাশি গেরুয়া শিবিরের তরফে ইতিমধ্যেই আসানসোল কেন্দ্রের প্রার্থী হিসেবে পবন সিংয়ের নাম ঘোষণা করা হয়েছে। তিনি প্রথমে জানিয়েছিলেন, আসানসোল কেন্দ্র থেকে ভোটে লড়বেন না তিনি। পরে আবার বক্তব্য বদল করেছেন। এদিকে যেই কেন্দ্রগুলিতে এখনও পর্যন্ত বিজেপি প্রার্থী দেয়নি, সেখানে রীতিমতো প্রচার ময়দানে দাপিয়ে বেড়াচ্ছে তৃণমূল।

এই প্রসঙ্গে রবিবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সুরে শোনা যায় কটাক্ষও। তিনি বলেছিলেন, ‘বিজেপি বলেছিল ভোট ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে নাকি প্রার্থী তালিকা ঘোষণা হবে। কিন্তু, এখনও ওরা সম্পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশ করতে পারল না। বাদবাকি নাম প্রকাশের জন্য কখনও শুনছি সোমবার, কখনও মঙ্গল বা বুধবার বেছে নিয়েছে। কিন্তু, তোমার দেখা নাই রে…’।

যদিও সুকান্ত মজুমদার এই প্রসঙ্গে জানিয়েছিলেন, ‘জাতীয় নির্বাচন কমিটির বৈঠকে দলীয় প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়। আমাদের দল শৃঙ্খলাবদ্ধ। পার্টির নিয়মনীতি মেনে তালিকা চূড়ান্ত করা হয়।’ তিনি আরও বলেছিলেন, সোমবার জাতীয় নির্বাচন কমিটির বৈঠকে বাকি আসনগুলিতে প্রার্থীদের নাম চূড়ান্ত করা হবে এবং তারপর তা ঘোষণা করা হবে। এখন কবে ঘোষণা হবে গেরুয়া শিবিরের বঙ্গের প্রার্থী এবং তাতে কোন কোন চমক থাকবে? তা জানতে রীতিমতো মুখিয়ে রয়েছে বঙ্গ রাজনৈতিক মহল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *