DA Case : সুপ্রিম কোর্টে ৮ বারের বেশি পিছল DA মামলা, নয়া কৌশল সরকারি কর্মীদের! – west bengal da case government employees are planning to take new steps


কেন্দ্রীয় হারে DA-র দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলনরত রাজ্যের সরকারি কর্মীদের একাংশ। ইতিমধ্যেই ধাপে ধাপে রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত বাজেট অধিবেশনে এই সংখ্যাটা ছিল ৩ শতাংশ। এই বছর বড়দিনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৪ শতাংশ DA বৃষ্টির কথা ঘোষণা করেন এবং বাজেটে DA বাড়ানো হয়েছে আরও ৪ শতাংশ। কিন্তু, কেন্দ্রীয় হারে DA-র দাবিতে অনড় রাজ্যের সরকারি কর্মীদের একাংশ।স্টেট অ্যাডমিস্ট্রেটিভ ট্রাইবুনাল (SAT)-এ জয় হয় রাজ্যের সরকারি কর্মীদের। এরপর মামলায় জল গড়ায় কলকাতা হাইকোর্টে। ডিভিশন বেঞ্চেও জয় হয় রাজ্যের সরকারি কর্মীদের। কলকাতা হাইকোর্টে রায় পুনর্বিবেচনা করার আর্জি জানানো হয় রাজ্যের পক্ষ থেকে। যদিও তা খারিজ হয়ে যায়। DA নিয়ে একটি SLP সুপ্রিম কোর্টে দায়ের করা হয়।

সুপ্রিম কোর্টে এই মামলাটি পিছিয়েছে একাধিকবার। রাজ্য সরকারি কর্মচারি পরিষদের সভাপতি দেবাশিস শীল বলেন, ‘আমরা হতাশ’। ২০২২ সালের ২৮ ডিসেম্বর প্রথম সুপ্রিম কোর্ট ওঠে DA মামলা। এরপর তারিখ মেলে সেই বছরই ৫ ডিসেম্বর। কিন্তু, সেই দিনও মামলাটি পিছিয়ে তারিখ দেওয়া হয় ১৪ ডিসেম্বর। এরপর ২০২৩ সালের ১৬ জানুয়ারি, ১৩ মার্চ, ২১ মার্চ, ১১ এপ্রিল, ২৮ এপ্রিল, ১৪ জুলাই এবং ৩ নভেম্বর মামলাটি ওঠে সুপ্রিম কোর্টে। কিন্তু, মামলাটির প্রেক্ষিতে সুরাহা হয়নি। এরপর আরও কয়েকবার সুপ্রিম কোর্টে ওঠে DA মামলা এবং তা পিছিয়ে যায়।

সোমবার DA মামলার শুনানি সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গিয়েছে। রাজ্য সরকারি কর্মচারি পরিষদের সভাপতি দেবাশিস শীল বলেন, ‘আমরা হতাশ। আমরা আইনজীবীদের সঙ্গে পরামর্শ করছি যে কী ভাবে মামলাটির শুনানি করা যায়।’

উল্লেখ্য, রাজ্যের সরকারি কর্মীরা ইতিমধ্যেই রাজ্যের ঘোষণা করা বর্ধিত DA পাচ্ছেন। মুখ্যমন্ত্রী আগেও জানিয়েছিলেন, রাজ্যের সরকারি কর্মীরা তাঁর কাছে পরিবারের মতো। DA বৃদ্ধির সময় তিনি এও বলেছিলেন, ‘DA ঐচ্ছিক বিষয়। বাধ্যতামূলক নয়।’

DA News: ‘লুচি-আলুপোস্ত, মিষ্টি দইয়ের মতো মিটিং-মিছিল বাঙালি সংস্কৃতির অঙ্গ’, DA কর্মসূচি নিয়ে পর্যবেক্ষণ প্রধান বিচারপতির

মমতা বন্দ্যোপাধ্যায়ের DA বৃদ্ধির ঘোষণায় যখন রাজ্যের সরকারি কর্মীদের একাংশের মধ্যে খুশির ঢেউ সেই সময় অপর অংশ আইনি লড়াই করছে। সংগ্রামী যৌথ মঞ্চও ক্রমশ সুর চড়াচ্ছে। সুপ্রিম কোর্ট DA মামলার প্রেক্ষিতে ঠিক কী নির্দেশ দেয়, SLP নিয়ে কী সিদ্ধান্ত নেওয়া হয়, এখন সব নজর সেই দিকেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *