Dev : ‘আরেকবার জন্ম নেব…’, ঘাটালের প্রচারে জনসমুদ্রের মাঝে বিশেষ প্রতিশ্রুতি দেবের – deepak adhikari dev giving assurance of ghatal master plan in his campaign at ghatal


লোকসভা কেন্দ্রের নাম ঘাটাল। এই কেন্দ্রের বাসিন্দাদের দীর্ঘদিনের চাহিদা একটাই, ঘাটাল মাস্টার প্ল্যান। বন্যা কবলিত এলাকায় এই প্রকল্পের বাস্তবায়নই মানুষের সমর্থন যে কোনওদিকে ঘুরিয়ে দিতে পারে। সেই মাস্টার প্ল্যান বাস্তবায়ন করাটাই তাঁর শপথ, নিজের প্রচারে বারবার সেটা বুঝিয়ে দিচ্ছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দেব।প্রার্থী ঘোষণা হয়ে হওয়ার দু’দিন পর থেকেই নিজের কেন্দ্রে প্রচার শুরু করে দিয়েছেন দেব। যেখানেই প্রচারে যাচ্ছেন, সেখানেই জানাচ্ছেন, এবার আর তাঁর দাঁড়ানোর ইচ্ছা ছিল না। পাঁচবছর সাংসদ থাকার পরেও ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত না হওয়ায় এবার নির্বাচন থেকে সরে দাঁড়াতে চেয়েছিলেন তিনি। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে কথা দিয়েছেন, এই প্রকল্পের পুরো খরচাটা রাজ্য সরকার বহন করবে। এবারের প্রচারে তাঁর দৃঢ় প্রতিশ্রুতি আগামী দিনে এই প্রকল্প রূপায়িত করা।

‘ভেবেছিলাম ভোটে দাঁড়াব না’ দাসপুর থেকে দেব জানালেন মনের কথা

মঙ্গলবার ঘাটাল লোকসভা কেন্দ্রের সবং বিধানসভার শ্যামসুন্দরপুর স্কুল মাঠে নিজের নির্বাচনী ক্ষেত্রতে প্রচারে এসেছিলেন তারকা প্রার্থী তথা অভিনেতা দেব। সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে দেব বলেন, ‘লোকসভায় যে বক্তব্যটা রেখেছিলাম, ওটাই হয়তো শেষ বক্তব্য ছিল। কিন্তু মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দোপাধ্যায় কথা দিয়েছেন ঘাটাল মাস্টার প্ল্যান করবেন। তাই আবার ভোটে লড়াই করছি। যদি আমাকে আরকেবার জন্ম নিতে হয় নেব, কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান করেই ছাড়বো।’

জোর কদমে প্রচার ঘাটালের অভিনেতা সংসদ দেবের। মঙ্গলবার বিকেলে পিংলার ডাকবাংলা মোড় থেকে কালিতলা পর্যন্ত একটি সুসজ্জিত রোডশোতে অংশ নেন দেব। জনসংযোগ সারেন তিনি। সঙ্গে ছিলেন পিংলার তৃণমূল বিধায়ক অজিত মাইতি সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। রোড শো কি ঘিরে তৃণমূল কর্মীদের উৎসাহ চোখে পড়ার মতো।

Hiran Chatterjee BJP : ‘সানি দেওলের ইন্ডিয়ান সিনেমা দেখেছেন?’ দেবকে চরম খোঁচা হিরণের
প্রসঙ্গত, ঘাটাল লোকসভা কেন্দ্রে এবারের নির্বাচন যথেষ্ট জমজমাট। তারকা প্রার্থী দেবের বিরুদ্ধে এবার প্রার্থী করা হয়েছে বিজেপির তরফে অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়কে। ইতিমধ্যে নিজের কেন্দ্র জুড়ে প্রচার শুরু করে দিয়েছেন তিনিও। প্রসঙ্গত, গতবার এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী করা হয়েছিল প্রাক্তন আইপিএস ভারতী ঘোষকে। যদিও, দেব তাঁকে এক লাখের বেশি ভোট পরাজিত করেন। গতবারের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে প্রায় ৪৮.২২ শতাংশ ভোট পেয়েছিলেন দেব। এবার জন সমর্থন কোনদিকে যাবে, সেটা স্পষ্ট করবে নির্বাচনের ফলাফল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *