Garden Reach Building Collapse,বাড়ি ভাঙার নির্দেশের ওপর কোনও স্থগিতাদেশ নয়, গার্ডেনরিচকাণ্ডের পর কড়া হাইকোর্ট – calcutta high court big comment on illegal construction demolition


গার্ডেনরিচের নির্মীয়মান বহুতল ভেঙে মৃত্যু মিছিলের ঘটনার পর এবার বেআইনিভাবে নির্মাণের বিষয়ে কড়া আদালত। বেআইনিভাবে নির্মীত হয়েছে এমন অভিযোগের ভিত্তিতে বাড়ি ভাঙার নির্দেশের উপর কোনও স্থগিতাদেশ নয়। ‘বাড়ি ভাঙার নির্দেশ সংক্রান্ত কোন মামলাই শুনব না, যে আদালতই নির্দেশ দিক সেটাই থাকবে’, সাফ জানালেন বিচারপতি অমৃতা সিনহা। বিচারপতি আরও বলেন, ‘আগে মানুষের জীবন সুরক্ষিত হোক, আদালত এই ধরনের মামলায় কোনও হস্তক্ষেপ করবে না।’ বিচারপতির মন্তব্য, বাড়ি ‘ভাঙার নির্দেশের বিরুদ্ধে কোনও মামলার অনুমতি নয়।’ এদিন বিচারপতি সিনহার এজলাসে এই সংক্রান্তু তিনটি মামলার আবেদন করেন আইনজীবীরা। কিন্তু তিনটি মামলাই গ্রহণ করেননি বিচারপতি।রবিবার রাতেই ভেঙে পড়ে কলকাতার গার্ডেনরিচ এলাকার একটি বহুতল। ধ্বসংস্তূপের নীচে চাপা পড়ে যান অনেকেই। দ্রুত তাঁদের উদ্ধারের কাজ শুরু হয়। সেই উদ্ধারের কাজ এখনও চলছে। এখনও ধ্বসংস্তূপের নীচে কয়েকজনের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আহত হয়েছেন আরও অনেকেই। একটি নার্সিং হোম ও এসএসকেএম-এ চিকিৎসা চলছে আহতদের। রাজ্যের তরফে আর্থিক সাহায্যেরও ঘোষণা করা হয়েছে।

এদিকে বিল্ডিংটি বেআইনিভাবে তৈরি করা হচ্ছিল বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। আর সেক্ষেত্রে পুলিশকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। ঘটনায় ইতিমধ্যেই বেআইনি ওই বিল্ডিংয়ের প্রমোটারকে গ্রেফতার করেছে পুলিশ। বেআইনি বিল্ডিংয়ের বিষয়ে বলতে গিয়ে পূর্বতন বাম আমলের দিকেও অভিযোগের আঙুলও তুলেছেন মেয়র। যদিও বামেরা অবশ্য মেয়রের অভিযোগ মানতে নারাজ। এই প্রসঙ্গে সিপিএম নেতা রবীন দেব ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় রয়েছে ১৩ বছর, যদি বাম আমলে কোনও ভুল থেকে থাকে, তাহলে তার সংশোধন এখনও হল না কেন?
গার্ডেনরিচে কংক্রিটের নীচে আরও ২ জনের আটকে থাকার আশঙ্কা, বেআইনি নির্মাণ সমূলে নিকেশে পদক্ষেপ পুরসভার

এদিকে এদিন ঘটনাস্থল পরিদর্শন করেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। পরে তিনি সাংবাদমাধ্যমে বলেন, ‘ভয়ঙ্কর পরিস্থিতি, স্থানীয়দের সঙ্গে কথা বললাম, অনেক অভিজ্ঞতা হল। এখনও পর্যন্ত সরকারে পক্ষ থেকে যে উদ্ধারকার্য চালান হচ্ছে, তা অনেক ধীর গতীতে হচ্ছে। আরও দ্রুত দরকার।’ পাশাপাশি নওশাদ আরও বলেন, ‘যে ভাবে পুকুর বোজান হচ্ছে, এর দায় কেএমসি-কে নিতে হবে। শুধু প্রোমোটারকে গ্রেফতার করে মানুষকে ভোলান যাবে না, যারা এই অবৈধ কাজের সঙ্গে যুক্ত তাদের প্রত্যেককে গ্রেফতার করতে হবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *