Lok Sabha Election : অভিযোগের দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ ডিএম-দের – election commission launched a toll free number to listen people complaints during lok sabha election


এই সময়: ভোট সংক্রান্ত যে কোনও অভিযোগ পেলেই দ্রুত পদক্ষেপ করতে হবে ডিএম’দের। তার জন্য রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে ডিএম’দের বৈঠকে বসতে হবে। সোমবার ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে রাজ্যের সমস্ত জেলাশাসককে এই মর্মে নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব।কমিশনের তরফে এদিন ডিএম’দের সতর্ক করে দেওয়া হয়েছে, যে কোনও রাজনৈতিক দলের কাছ থেকে অভিযোগ এলেই ২৪ ঘণ্টার মধ্যে সেটাকে নিষ্পত্তি করতে হবে। কোনও অভিযোগ ফেলে রাখা যাবে না। অভিযোগের প্রতিকারের জন্য একজন অতিরিক্ত জেলাশাসককে দায়িত্ব দিতে হবে। রাজনৈতিক দলের তরফে কোনও অভিযোগ এলে সেটার যদি নিষ্পত্তি হয়ে যায়, তাহলে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড করতে হবে।

কমিশনের কর্তারা জানাচ্ছেন, শুধু রাজনৈতিক দল কিংবা প্রার্থী নয়, সাধারণ মানুষের অভিযোগ শোনার জন্য টোল-ফ্রি নম্বর (১৯৫০) চালু করেছে কমিশন। তাতে ফোন করে যে কেউ অভিযোগ জানাতে পারবেন। এমনকী ভোটার লিস্টে নাম আছে কি না, সেটাও জেনে যাবেন ভোটাররা। ২২টি ভাষায় এই টোল-ফ্রি নম্বরে কথা বলা যাবে। অভিযোগ পাওয়া মাত্রই দ্রুত তার প্রতিকারের ব্যবস্থা করবে কমিশন। সেই মতো নির্দেশ পৌঁছে যাবে সংশ্লিষ্ট অফিসারদের কাছে।

Lok Sabha Vote 2024: নির্বাচনের দিন ভোট দিতে গিয়ে সমস্যা? এক ডায়ালেই ১০০ মিনিটে ব্যবস্থা! জানুন কমিশনের নম্বর

ভোট ঘোষণার কয়েক দিন আগে কলকাতায় এসেছিল কমিশনের ফুল বেঞ্চ। সেই সময়ে বিভিন্ন দলের প্রতিনিধিরা কমিশনের কাছে নানা বিষয় নিয়ে নালিশ জানান। তার মধ্যে অন্যতম হলো, ভুয়ো ভোটারের অভিযোগ। কেন্দ্রের শাসক দল বিজেপি’র তরফে অভিযোগ করা হয়, সংশোধিত ভোটার তালিকায় প্রায় ৮ লক্ষ ভুয়ো নাম রয়েছে। সেই অভিযোগ শোনার পরই ডিএম’দের সতর্ক করে দেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। সাফ জানিয়ে দেন, এই ধরনের অভিযোগ পেলেই সঙ্গে সঙ্গে ডিএম’দের ব্যবস্থা নিতে হবে। দরকার হলে রাজনৈতিক দলের প্রতিনিধিদের ডেকে বোঝাতে হবে।

এদিন কমিশনের তরফে জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে, অতীতে ভোটের সময়ে যাদের বিরুদ্ধে বুথ দখল, ছাপ্পা বা রিগিংয়ে জড়িত থাকার অভিযোগ রয়েছে, থানায় তাদের একটা তালিকা তৈরি করে কমিশনকে দিতে হবে। এলাকায় যত দাগি দুষ্কৃতী রয়েছে, তারও তালিকা বানাতে হবে এবং সমস্ত গ্রেপ্তারি পরোয়ানা অবিলম্বে কার্যকর করতে হবে। নির্বাচনের সময় যাদের বিরুদ্ধে অতীতে আইন ভাঙার অভিযোগ উঠেছে, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছে পুলিশ, সেটা আগামী ১৫ দিনের মধ্যে কমিশনকে জানাতে হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *