Rachana Banerjee News,’এত কারখানা হয়েছে, চারিদিকে ধোঁয়াই ধোঁয়া, হুগলিতে মন্তব্য রচনার – rachana banerjee talks about development during trinamool congress era during her lok sabha election campaign


তিনি বহুদিন ধরেই বিনোদন দুনিয়ায় ‘দিদি নং ১’। সদ্য পা রেখেছেন রাজনীতিতে। নতুন ময়দানে নেমেই কার্যত হুংকার ‘বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্র মেদিনী’। আর রচনা বন্দ্যোপাধ্যায়ের এই মনোভাবে আস্থা রেখেই তাঁকে লোকসভা নির্বাচনে হুগলির প্রার্থী করেছে তৃণমূল। প্রচার ময়দানে রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছেন তিনি।এদিকে হুগলি কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। তিনি ২০১৯ সালে সংশ্লিষ্ট কেন্দ্র থেকে বিজেপির জন্য জয় ছিনিয়ে এনেছিলেন। নির্বাচনী লড়াইয়ে একদা সহকর্মী রচনার বিরুদ্ধে সরাসরি তোপ দাগতে বিশেষ দেখা যায়নি লকেটতে। তাঁর কথায়, ‘লড়াইটা মোদী বনাম দিদি’। এদিকে রচনা অবশ্য তাঁর একাধিক বার্তায় বুঝিয়ে দিয়েছেন লড়াইয়ের ময়দানে ভোট সমরের জন্য প্রস্তুত তিনি।

সম্প্রতি প্রচার ময়দানে নেমে রচনা বন্দ্যোপাধ্যায় তৃণমূল জমানার উন্নয়নের খতিয়ান প্রসঙ্গ তুলে ধরেছেন। তিনি বলেছেন, ‘যখন এলাম সেই সময় দেখি অনেক কারখানা হয়েছে। চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া, রাস্তা ঘাট অন্ধকার। এত কারখানা হয়েছে। সেক্ষেত্রে কী ভাবে বলেন এখানে কারখানা হয়নি, কারখানা হয়েছে আরও হবে।’

এদিকে, মঙ্গলবার চন্দননগর বরাইচন্ডী তলার মন্দিরে গিয়ে পুজো দেন রচনা। এদিন লকেট চট্টোপাধ্যায়কে সরাসরি তোপ দেগেছেন তিনি। তাঁর বিরুদ্ধে সাধারণ মানুষের একাধিক অভিযোগ রয়েছে, দাবি লকেটের। তিনি বলেন, ‘ও কিছু কাজ কি করেছে? কী কী কাজ করেছেন পাঁচ বছরে তা জানতে পারলে ভালো হয়। জনগণ জানতে পারেননি।’

বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের নাম না করে রচনা বলেন, ‘হুগলি লোকসভায় কোনও কাজ হয়নি। সাধারণ মানুষ জানেনই না ১৭ কোটি টাকা তিনি কোথায় খরচ করেছেন।’ পাশাপাশি লকেটের সরাসরি তাঁকে আক্রমণ না করা সমর নীতির একটি অংশ বলেই মনে করছেন এই তারকা। তিনি বলেন, ‘যে যার মতো করে প্রচার করে থাকেন। সকলের পন্থা এক্ষেত্রে আলাদা হয়। তিনি হয়তো এভাবে প্রচার করছেন।’

Lok Sabha Election : হুগলিতে মুখোমুখি রচনা বনাম লকেট, প্রাক্তন দুই সহকর্মীর লড়াই নিয়ে কী বার্তা বিধায়ক কাঞ্চনের?

উল্লেখ্য, টলিউডে সহকর্মী হওয়ার সুবাদে একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন লকেট চট্টোপাধ্যায় এবং রচনা বন্দ্যোপাধ্যায়। লকেট দীর্ঘদিন ধরে রাজনীতির ময়দানে সক্রিয়। হুগলিতে ভোটে লড়াই করেছেন তিনি। অন্যদিকে, একটি জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সুবাদে রচনা বাংলার ঘরে ঘরে ‘নিজের মেয়ে’ পরিচিতি তৈরি করেছেন। স্বাভাবিকভাবেই রাজনীতির ময়দানে তাঁদের হাড্ডাহাড্ডি লড়াই দেখার জন্য মুখিয়ে রয়েছে গোটা বাংলা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *