২০২৪-এর লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের ৪২টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল। কিছু আসনে প্রার্থী তালিকা করেছে বিজেপি ও বামেরাও। রাজ্যের অন্যতম লোকসভা কেন্দ্র তমলুক। সেই কেন্দ্রে তৃণমূল ও সিপিএম প্রার্থীর নাম ঘোষণা করে প্রচারে ঝড় তুলছে। শাসকদল তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য এবং সিপিএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায় দু’জনেই সকাল থেকে রাত পর্যন্ত প্রচার চালাচ্ছেন। সেই জায়গায় রাজ্যের প্রধান বিরোধী রাজনৈতিক দল বিজেপি তাদের প্রার্থীর নাম এখনও ঘোষনা করেনি।এক্ষেত্রে তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসেবে সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম নিয়ে জোর জল্পনা রয়েছে। এমনকী কোথাও কোথায় বিজেপি দেওয়াল লিখন শুরু করলেও, দলের তরফে কোনও প্রার্থীর নাম এখনও ঘোষণা করা হয়নি। সূত্রের খবর তমলুক লোকসভায় বিজেপির প্রার্থী নিয়ে দলের অন্দরে জোর পর্যালোচনা চলছে। ইতিমধ্যেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় দু’বার তমলুকে জনসংযোগ কর্মসূচিতেও অংশ নিয়েছেন। কিন্তু তারপরেও দলীয়ভাবে প্রার্থীর নাম ঘোষণা না হওয়ায় জল্পনা বাড়ছে।
এদিকে তৃণমূলের দাবি, তাদের প্রার্থী দেখে ভয় পেয়েছে বিজেপি। তাই কাকে প্রার্থী করবে ভেবে উঠতে পারছে না। ঘাসফুল শিবিরের আরও দাবি, তৃণমূল সারাবছর মানুষের পাশে থাকে। কাকে প্রার্থী করলে এলাকার উন্নয়ন হবে আর মানুষের পাশে থাকা যাবে তা অনেক আগে থেকেই ঠিক করে রাখেন দলনেত্রী। আর সেই কারণেই একযোগে রাজ্যের ৪২ জন প্রার্থীর নাম ঘোষনা করে দেওয়া হয়েছে।
এদিকে তৃণমূলের দাবি, তাদের প্রার্থী দেখে ভয় পেয়েছে বিজেপি। তাই কাকে প্রার্থী করবে ভেবে উঠতে পারছে না। ঘাসফুল শিবিরের আরও দাবি, তৃণমূল সারাবছর মানুষের পাশে থাকে। কাকে প্রার্থী করলে এলাকার উন্নয়ন হবে আর মানুষের পাশে থাকা যাবে তা অনেক আগে থেকেই ঠিক করে রাখেন দলনেত্রী। আর সেই কারণেই একযোগে রাজ্যের ৪২ জন প্রার্থীর নাম ঘোষনা করে দেওয়া হয়েছে।
যদিও বিজেপির দাবি, কে কাকে ভয় পাচ্ছে তা সময় বলবে। গেরুয়া শিবিরের আরও দাবি, বিজেপি আঞ্চলিক নয়, সর্বভারতীয় দল। তাই একক সিদ্ধান্ত নয়, দলীয় আলাপ আলোচনা মাধ্যমে দল প্রার্থী তালিকা প্রকাশ করে। ঠিক সময়ে তা জানিয়ে দেওয়া হবে। এদিকে এবারে প্রার্থী তালিকায়, তরুণ প্রজন্মকে গুরুত্ব দিয়েছে বামেরা। তাই বর্তমান প্রজন্মের বহু নেতাকে লড়াইয়ের ময়দানে নামিয়েছে বামফ্রন্ট। তমলুকে সায়ন বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা হয়েছে বামেদের পক্ষ থেকে। প্রার্থী হওয়ার পর থেকে তমলুকের গ্রাম-গঞ্জ, অলি গলি ঘুরে জনসংযোগ করে চলেছেন সায়নও। প্রসঙ্গত, এতদিন তমলুকের সাংসদ ছিলেন অধিকারী পরিবারের সদস্য দিব্যেন্দু অধিকারী। সম্প্রতি বিজেপিতে যোগদান করেছেন তিনি। এখন দেখার শেষ পর্যন্ত তমলুক কেন্দ্রে কাকে প্রার্থী করে পদ্ম শিবির।