উঠোনে পড়ছিল বাড়ি তৈরির মশলা, দাদাকে পিটিয়েই মেরে ফেলল ভাই Man hacked to death by brothers in Katwa


সন্দীপ ঘোষ চৌধুরী: পারিবারিক সম্পত্তি বিবাদ ছিলই। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তা ভয়ংকর আকার নিল। পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছল যে দাদাকে পিটিয়ে খুন করল ভাই। এমনটাই অভিযোগ। কাটোয়া থানার অগ্রদ্বীপ পঞ্চায়েতের সাহেবনগর গ্রামের স্কুলপাড়ার ঘটনা। পুলিস ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে। নিহতের নাম নূর আমিন(৬০)। অভিযোগ উঠল তার ভাই ইমানুদ্দিন শেখ ও মজিহার শেখের বিরুদ্ধে।

আরও পড়ুন-নিশীথ বনাম উদয়ন! সংঘর্ষে মাথা ফাটল SDPO-র, রণক্ষেত্র দিনহাটা

নূর আমিনের বাড়ির পাশেই তার ভাইয়ের জায়গা। নূর আমিন বাড়ির কাজ করাচ্ছিলেন। তারাই মাল মশলা পড়ছিল তার ভাইয়ের উঠোনে। তা নিয়ে বিবাদের সূত্রপাত। নূর আমিন তাঁর বাড়ির ছাদে দাঁড়িয়েছিলেন। অভিযোগ, সেইসময় তার দুই ভাই ইমানুদ্দিন ও মজিহার শাবল নিয়ে দাদার উপরে চড়াও হয়। ছাদেই তাকে প্রবল মারধর করা হয় নূরকে। শুধু তাই নয় আহত নূরকে ছাদ থেকে ঠেলে নীচে ফেলে দেওয়া হয় বলেও অভিযোগ। এখানেই শেষ নয়, পড়ে যাওয়ার পর নূর আমিনকে দা দিয়ে এলোপাথাড়ি কোপানো হয়।

মারধরের খবর পেয়ে ছুটে আসে নূর আমিনের ছেলে হাসান শেখ ও নূর হক। তারা এলে তাদের উপরেও হামলা চালানো বলে অভিযোগ। জখন হালান শেখ বলেন, বাড়ি জমির ভাগাভাগি নিয়ে কাকাদের সঙ্গে বিবাদ ছিল। আগ বাডড়ির কাজ করার সময় রাজমিস্ত্রীদের অসাবধানতায় মাল মশলা ওদের উঠোনে পড়েছিল। বাবা বলেছিল সিমেন্ট বালি সাফ করে দেবেষ কিন্তু ওরা তা শোনেনি। বাবাকে পিটিয়ে মেরে ফেলল। আমরা বাবাকে বাঁচাতে গেলে আমাদের উপরেও হামলা করা হয়।

পুলিস সূত্রে খবর, অভিযুক্ত মজিহার সেখ ও ইমানুদ্দিন সেখ সহ গোটা পরিবার ঘটনার পর থেকে গাঢাকা দিয়েছে।কাটোয়া থানার পুলিস তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *