Abhishek Banerjee Attacks Bjp Government Over Various Issues From Tmc Rally At Basirhat


সন্দেশখালি কাণ্ডের পর প্রথম বসিরহাটে সভা করলেন অভিষেক। সেখানেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে বাকি দলের পার্থক্য বোঝালেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর কথায়, সন্দেশখালি নিয়ে অনেক প্রতিবাদ হয়েছে, তবে অভিযুক্ত নেতাদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস ব্যবস্থা নিয়েছে। অন্য দলে, সেটা হয় না।অভিষেক বন্দ্যোপাধ্যায় বুধবার বসিরহাটের সভা থেকে বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ পেলে ঘাড় ধাক্কা দিয়ে জেলে ঢোকানোর ব্যবস্থা করে, এটাই পার্থক্য।’ সন্দেহখালিতে যে অভিযোগ উঠেছে, তার ভিত্তিতে শেখ শাহজাহানকে রাজ্য পুলিশই গ্রেফতার করেছে মনে করিয়ে দেন অভিষেক। এরপরেই বিজেপি নেতাদের বিরুদ্ধে অভিষেকের অভিযোগ, বিজেপির সাংসদ ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে কুস্তিগীররা শ্লীলতাহানির অভিযোগ করেছে, তাঁকে বড় বড় পদ দিয়ে মঞ্চ আলোকিত করে বসিয়ে রাখে।’ তাঁর কথায়, বিজেপির কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা বিরুদ্ধে পকসো মামলায় অভিযোগ দায়ের হয়েছে, বিজেপি তাঁকে দল থেকে বার করেছে না কোনও ব্যবস্থা নিয়েছে, প্রশ্ন তোলেন তিনি।

Abhishek Banerjee : ‘শিকড় থেকে উপড়ে ফেলুন’, মন্তব্য় অভিষেকের

সন্দেশখালিতে শিবু হাজরা, উত্তম সর্দারের উপর নারী নির্যাতনের অভিযোগ রয়েছে, তাদেরকে কেন CBI হেফাজতে নেয়নি কেন? এদিনের সভায় প্রশ্ন তোলেন তিনি। তাঁর কথায়, যেদিন থেকে শেখ শাহজাহান গ্রেফতার হয়েছে সেদিন থেকে সংবাদমাধ্যম, রাজনৈতিক দলের নেতারা যাওয়া বন্ধ করে দিয়েছে, কেন জানেন? অভিষেকের কথায়, ‘বিজেপির উদ্দেশ্য নারী সুরক্ষা নয়, বিজেপির উদ্দেশ্য মানুষকে ভুল বুঝিয়ে তৃণমূল কংগ্রেসকে সাংগঠনিক ভাবে দুর্বল করা।

উত্তর ২৪ পরগনা জেলায় বসিরহাটে এদিন সভা করতে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সন্দেহখালি কাণ্ডের পর এই প্রথম বসিরহাট কেন্দ্রে সভা করলেন তিনি। উত্তরবঙ্গ থেকে নির্বাচনী প্রচার শুরু করেছিলেন অভিষেক। উত্তরের একাধিক জেলা সেরে এদিন উত্তর ২৪ পরগনা জেলায় বসিরহাটে সভা করেন অভিষেক। কেন্দ্রের শ্বেতপত্র প্রকাশ করা নিয়ে চ্যালেঞ্জ দিলেও প্রায় ১৫০ ঘণ্টা হয়ে গেলেও বিজেপির কেউ না আসায় ফের কটাক্ষ করেন অভিষেক।

Abhishek Banerjee News: ১০ জুলাই পর্যন্ত দিল্লিতে ED তলব নয়, সুপ্রিম নির্দেশে স্বস্তিতে অভিষেক
এদিনের সভা থেকেও কর্মী, সমর্থকদের উদ্দেশেও আবাস যোজনা, একশো দিনের প্রকল্প নিয়ে শ্বেতপত্র প্রকাশ করা নিয়ে আওয়াজ তোলেন। তিনি বলেন, ‘আপনারা মনে করেন তো, এদের শ্বেতপত্র প্রকাশ করা উচিত কি উচিত নয়?’ অভিষেকের হুংকার, ‘বিজেপি এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারছে না কেন? কারণ, এরা আসলে বাংলার টাকা আটকে রেখেছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *