Congress News : পঞ্চায়েত রাজনীতি থেকে উত্থান, প্রণব পুত্রের আসনে এবার কংগ্রেসের বাজি বকুল – congress candidate murtoja hossain will contest from jangipur lok sabha speculation


গত দুইবার এই লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন প্রণব পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। এবার এই কেন্দ্র থেকে প্রার্থী বদল করতে চলেছে কংগ্রেস। জঙ্গিপুরে কংগ্রেসের প্রার্থী মর্তুজা হোসেন, এমনটাই খবর কংগ্রেস সূত্রে। কিছুদিনের মধ্যেই কংগ্রেস হাইকমান্ড রাজ্যের কংগ্রেস প্রার্থীর তালিকা ঘোষণা করবে।
বুধবার সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিক ঘোষণার আগেই একাধিক কেন্দ্রের প্রার্থীর নাম জানিয়ে দেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। সেখানেই তিনি জানান, জঙ্গিপুর কেন্দ্র থেকে এবার কংগ্রেসের প্রার্থী হচ্ছেন মর্তুজা হোসেন ওরফে বকুল। নিজের প্রার্থী হওয়া নিয়ে বকুল বলেন, ‘জেলা থেকে খবর দেওয়া হয় আমি প্রার্থী হচ্ছি।’ প্রার্থীদের কাছে ইতিমধ্যে খবর পাঠানো হয়েছে জেলা নেতৃত্ব থেকে।

১৯৯১ সাল থেকে রাজনীতির আঙিনায় পা রাখেন বকুল। ১৯৯৮ সালে লালগোলা গ্রাম পঞ্চায়েতের প্রধান হন। ২০০৩ সালে নির্বাচনে জিতে জেলা পরিষদ সদস্য হন লালগোলা থেকে। এরপর ২০১৩ থেকে ২০১৮ কংগ্রেস জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ হন। লালগোলা যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি এবারই প্রথম সাংসদ ভোটে লড়াইতে নাম লেখালেন। বুধবার বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে এসে অধীর চৌধুরীর সঙ্গে দেখা করেন কংগ্রেস প্রার্থী।

প্রসঙ্গত, মুর্শিদাবাদ জেলায় তিনটি আসন। বহরমপুর, জঙ্গিপুর আর মুর্শিদাবাদ। সূত্রের দাবি, বামেদের সঙ্গে আসন সমঝোতায় বহরমপুর ও জঙ্গিপুর আসন দুটিতে কংগ্রেস প্রার্থী দেবে। আর মুর্শিদাবাদে দেবে বামেরা। সেই হিসেবে বহরমপুরে অধীর চৌধুরী আর জঙ্গিপুরে মর্তুজা হোসেন হল বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী। মুর্শিদাবাদ কেন্দ্র থেকে এবার সিপিএম কোনও বড় মুখকেই দাঁড় করাচ্ছে বলে বাম শিবিরের খবর।

Congress Candidate List : কংগ্রেস হাইকম্যান্ডের আগেই লোকসভার প্রার্থী ঘোষণা অধীরের

সাংসদ হিসেবে জিতে এলে তাঁর প্রাথমিক কাজ কী হবে? সে ব্য পারেও জানিয়ে দেন বকুল। তিনি জানান, আমরা যখন জেলা পরিষদে ছিলাম তখন বাড়িতে আর্সেনিক মুক্ত পানীয় জল দেওয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে তাঁর দাবি, সেই পরিশুদ্ধ পানীয় জল এখনও পৌঁছায়নি। লালগোলাতে অনেকের বাড়িতে বাড়িতে পরিশুদ্ধ পানীয় জল পৌঁছায়নি বলে অভিযোগ তাঁর। সাংসদ হিসেবে নির্বাচিত হলে সেই কাজেই প্রথম মন দেবেন বলে জানান তিনি।

Congress Candidate List Update : বহরমপুর-মুর্শিদাবাদে কংগ্রেস প্রার্থী কারা? হাইকমান্ডের আগেই নাম ফাঁস অধীরের
প্রসঙ্গত, এই কেন্দ্র থেকে এবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন বিদায়ী সাংসদ খলিলুর রহমান। গতবারের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে ২ লাখের বেশি ভোটে জিতেছিলেন তিনি। এবারেও তাঁকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। যদিও, বিজেপির তরফে এখনও কোনও প্রার্থী ঘোষণা করা হয়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *