মৃত্যুঞ্জয় দাস: প্রচারে বেরিয়ে বিতর্কে জড়ালেন বিষ্ণুপুরে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। কী বলেছেন সুজাতা? অভিযোগ, তৃণমূল প্রার্থী বলেছেন, যে বুথে লিড পাব সেই বুথে জান লড়িয়ে দেব। আর যে বুথে লিড পাব না সেই বুথে দলের কোনো কর্মীকেই যেতে দেব না। গতকাল বাঁকুড়ার ওন্দা ব্লকের নতুনগ্রাম এলাকায় প্রচারে গিয়ে গ্রামবাসীদের হুমকি সুরে একথা বলতে শোনা যায় তাঁকে।বিজেপির কটাক্ষ, ঠেলায় পড়ে অনেক কিছুই বলছেন সুজাতা।
আরও পড়ুন-ঘ্যানঘেনে বৃষ্টি থেকে আপাতত রেহাই নেই, চলবে দমকা ঝোড়ো হাওয়া
যে বুথে বেশি লিড সেই বুথে সাংসদ উন্নয়ন তহবিলের টাকার বেশি বরাদ্দ। গত সোমবার বাঁকুড়ার পুয়াবাগানে একটি কর্মীসভায় এমন মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার দলের লিড নিয়ে গ্রামবাসীদের রীতিমত হুমকি দিতে শোনা গেল বিষ্ণুপুরের তৃনমূল প্রার্থী সুজাতা মন্ডলকে।
ওন্দা ব্লকের নতুনগ্রাম এলাকায় প্রচারে গিয়ে সুজাতা মন্ডল বলেন, কোন কোন বুথে তৃণমূল ও বিজেপি লিড পাচ্ছে তার তালিকা তৈরী করে রাখা হবে। যে বুথে তৃনমূল লিড পাবে সেখানে জান লড়িয়ে দেব। আর যেখানে তৃনমূল লিড পাবে না সেখানে আমি তো দুরস্ত আমার কোনো কর্মীকেও যেতে দেব না”। সুজাতাকে হুমকির সুরে গ্রামবাসীদের বলতে শোনা যায়, ” তোমরা ভোটের বেলায় বড় ফুলকে দেবে আর চাওয়ার বেলায় ছোট ফুলের কাছে চাইবে তা হয় না। তোমরা বারেবারে এখান থেকে বিজেপিকে জিতিয়েছ। এবারও যদি তাই হয় তাহলে এবার তোমাদের কথা শুনতে আমরা আর আসব না। তোমরা বিজেপির সঙ্গে বুঝে নেবে”।
পরে সুজাতা মন্ডলের যুক্তি এই এলাকা থেকে বারবার বিধানসভা, লোকসভা ও পঞ্চায়েতে বিজেপি জিতছে আর মমতা বন্দ্যোপাধ্যায় ওন্দা এলাকাকে উন্নয়নের জোয়ারে ভরিয়ে দিচ্ছেন। এতে আমাদের যন্ত্রণা হচ্ছে। বুক ফাটছে আমাদের। তাই এই মন্তব্য করেছেন। সুজাতা মন্ডলের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে বিজেপি। বিজেপির দাবী ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। তৃনমূল এখন ঠেলায় পড়ে এমন মন্তব্য করছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)