Udayan Guha : বিজেপি তৃনমূল সংঘর্ষে পুলিশ, আজ বন্ধ – tmc calls 24 hours strike in dinhata on clash between minister udayan guha and bjp leader nisith pramanik


এই সময়, কোচবিহার: বিজেপি বিরোধী শ্লোগান ঘিরে দিনহাটায় সংঘর্ষে জড়াল দুই দল। বাঁশ-লাঠি হাতে একে অপরের উপরে ঝাঁপিয়ে পড়লেন বিজেপি ও তৃণমূলের কর্মীরা। দু’দলের সংঘর্ষ থামাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন দিনহাটার এসডিপিও ধীমান মিত্র। মারপিটে দু’দলের দশ জন কর্মী আহত হলে তাঁদের দিনহাটা হাসপাতালে ভর্তি করা হয়। হামলার প্রতিবাদে আজ বুধবার দিনহাটায় চব্বিশ ঘণ্টা বন্‌ধের ডাক দিয়েছে তৃণমূল।জানা গিয়েছে, দিনহাটা থানার পাঁচ নম্বর ওয়ার্ডে পুরসভার চেয়ারম্যানের বাড়িতে এ দিন রাতে মন্ত্রী উদয়ন গুহের জন্মদিন পালন করছিলেন কর্মীরা। সেই কারণে পাঁচমাথা মোড়ে তৃণমূল কর্মীদের যথেষ্ট ভিড় ছিল। ওই রাস্তা দিয়ে ভেটাগুড়ির দিকে যাচ্ছিল বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের কনভয়। তাঁকে দেখে তৃণমূল কর্মীরা স্লোগান দিলে নিশীথের কনভয়ে থাকা বিজেপি কর্মীরা গাড়ি থামিয়ে নেমে পড়েন। শুরু হয় হাতাহাতি।

দু’দল রাস্তার উপরে বাঁশ-লাঠি নিয়ে একে অপরের উপরে ঝাঁপিয়ে পড়েন। প্রায় আধ ঘণ্টা ধরে চলে দু’পক্ষের সংঘর্ষ। এরপরেই উদয়ন গুহ রাস্তায় বেরিয়ে এলে নিজের গাড়ি থেকে নেমে পড়েন নিশীথ। দু’জনে একে অপরের দিকে মারমুখী হয়ে তেড়ে গেলে নিশীথের নিরাপত্তারক্ষীরা উদয়ন গুহকে ধাক্কা দেন বলে অভিযোগ। পাল্টা আক্রমণে নামেন তৃণমূল কর্মীরা। বিজেপি কর্মীরাও পাল্টা বাঁশ-লাঠি নিয়ে তেড়ে যান। কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ।

দু’পক্ষকে আটকাতে গিয়ে এসডিপিও সহ দিনহাটা থানার দুই পুলিশকর্মী আহত হন। বিশাল পুলিশ বাহিনী এসে নিশীথের কনভয় ভেটাগুড়ির দিকে পাঠিয়ে দেয়। উদয়ন গুহকে সরিয়ে নিয়ে যান তাঁর নিরাপত্তারক্ষীরা। দিনহাটা থানার পুলিশ জানিয়েছে, পরিস্থিতি সামাল দিতে এলাকায় পুলিশি টহল শুরু হয়েছে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, ‘লোকসভা নির্বাচনের আগে নিশীথ প্রামাণিক সন্ত্রাসের রাজনীতি করছেন। আমরা হামলার প্রতিবাদ জানিয়েছি। বিজেপির এই সন্ত্রাসের প্রতিবাদে বুধবার দিনহাটায় চব্বিশ ঘণ্টা বন্‌ধ পালন করবে তৃণমূল।’ বিজেপি জেলা সভাপতি সুকুমার রায় বলেন, ‘নিশীথ প্রামাণিকের ভোট প্রচারে বাধা দিতেই দিনহাটা রাস্তায় সন্ত্রাস করেছেন উদয়ন গুহ ও তাঁর কর্মীরা।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *