‘একসঙ্গেই রাজনীতিটা…’, প্রচারে বেরিয়ে তৃণমূলের টাউন সভাপতিকে পা ছুঁয়ে প্রণাম সৌমিত্র খাঁয়ের!


মৃত্যুঞ্জয় দাস: ভোট প্রচারে বেরিয়ে তৃণমূলের টাউন সভাপতিকে পায়ে হাত দিয়ে প্রণাম বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁয়ের। পাশাপাশি ব্যাটারিচালিত সাইকেল চালিয়ে ভোট প্রচারে পরিবেশ সচেতনতারও বার্তা দিলেন সৌমিত্র খাঁ। ভোট আসা মানেই রাজনৈতিক নেতাদের বিভিন্নভাবে আনাগোনা লেগেই থাকে শহরতলি থেকে গ্রামাঞ্চলে। একইভাবে এদিন বিষ্ণুপুর লোকসভার বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ মল্লগড় বিষ্ণুপুরে ভোট প্রচারে বেরিয়েছিলেন ব্যাটারি চালিত সাইকেল নিয়ে। তাঁর দাবি পরিবেশ দূষণ যাতে কম হয়, তাই সমাজকে বার্তা দেওয়ার জন্যই তিনি ব্যাটারি চালিত সাইকেল নিয়ে ভোট ভিক্ষা করতে বেরিয়েছিলেন। 

এমনকি এ দিনের প্রচারে দেখা যায়, বিষ্ণুপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুনীল দাসকে পায়ে হাত দিয়ে প্রণাম করছেন সৌমিত্র খাঁ। সৌমিত্র খাঁয়ের দাবি, তাঁর কাছেও তিনি ভোট চেয়েছেন। যদিও তৃণমূল সভাপতির সঙ্গে সৌমিত্র খাঁয়ের এই সাক্ষাৎকার শুধুমাত্র সৌজন্যের এমনটাই দাবি করেছেন দুজনে। বিষ্ণুপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুনীল দাস জানান, তিনি বহু পুরনো রাজনৈতিকবিদ। একটা সময় তারা তৃণমূল দলেই ছিলেন। একসঙ্গেই রাজনীতিটা করেছিলেন । তাই এই সৌজন্য সাক্ষাৎ। 

প্রসঙ্গত, বিষ্ণুপুর আসনে এবার ভোটে প্রাক্তন স্বামী-স্ত্রীর লড়াই। বিজেপির সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে তৃণমূল প্রার্থী করেছে সুজাতা মণ্ডলকে। প্রচারে বেরিয়ে মন্দিরে পুজো দিয়ে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল প্রার্থনা করেন, ‘১০ বছরের অসুর থেকে বিষ্ণুপুর যেন মুক্তি পায়।’ সুজাতা মণ্ডল বলেন, বিষ্ণুপুর লোকসভায় ১০ বছর ধরে যে অসুর রয়েছে, সেই অসুরের হাত থেকে বিষ্ণুপুরকে মুক্ত করার জন্যই মন্দিরে পুজো দিয়ে প্রার্থনা করেছেন তিনি। তৃণমূলের হাত ধরেই বিষ্ণুপুর লোকসভার মানুষ প্রকৃত উন্নয়ন দেখতে পাবেন বলেও দাবি করেন তিনি। প্রচারে বেরিয়ে নাম না করে আদতে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ-কেই ‘অসুর’ বলে সম্বোধন করেন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল।

এখন সৌমিত্র খাঁ যখন প্রচারে বেরিয়ে শহর তৃণমূল কংগ্রেসের সভাপতিকে পায়ে হাত দিয়ে প্রণাম করছেন, সৌজন্য সাক্ষাৎ করছেন, ওদিকে ইতিমধ্যেই প্রচারে বেরিয়ে বিতর্কে জড়িয়েছেন সুজাতা মণ্ডল। তৃণমূল প্রার্থী বলেন, যে বুথে লিড পাব সেই বুথে জান লড়িয়ে দেব। আর যে বুথে লিড পাব না সেই বুথে দলের কোনও কর্মীকেই যেতে দেব না। ওন্দা ব্লকের নতুনগ্রাম এলাকায় প্রচারে গিয়ে গ্রামবাসীদের হুমকি সুরে বলতে শোনা যায়, “তোমরা ভোটের বেলায় বড় ফুলকে দেবে আর চাওয়ার বেলায় ছোট ফুলের কাছে চাইবে তা হয় না। তোমরা বারেবারে এখান থেকে বিজেপিকে জিতিয়েছ। এবারও যদি তাই হয় তাহলে এবার তোমাদের কথা শুনতে আমরা আর আসব না। তোমরা বিজেপির সঙ্গে বুঝে নেবে।” যার পরিপ্রেক্ষিতে বিজেপির কটাক্ষ, ঠেলায় পড়ে অনেক কিছুই বলছেন সুজাতা!

আরও পড়ুন, Loksabha Election 2024: সীমান্ত কাঁটাতারের ওপারে ভোট প্রচার করলেন বিজেপি প্রার্থী শ্রীরূপা! শুনলেন স্থানীয়দের অভিযোগও

 (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *