কেন্দ্র | প্রার্থী |
রায়গঞ্জ | আলি ইমরান রামজ (ভিক্টর) |
মালদা উত্তর | মুস্তাক আলম |
মালদা দক্ষিণ | ইশা খান চৌধুরী |
জঙ্গিপুর | মহম্মদ মুর্তজা হোসেন |
বহরমপুর | অধীররঞ্জন চৌধুরী |
কলকাতা উত্তর | প্রদীপ ভট্টাচার্য |
পুরুলিয়া | নেপাল মাহাত |
বীরভূম | মিলটন রশিদ |
মঙ্গলবার দিল্লিতে এআইসিসি-র হেডকোয়ার্টারে একের পর এক জরুরি বৈঠক সারে হাত শিবির। ইতিমধ্যেই কংগ্রেসের পক্ষ থেকে লোকসভা নির্বাচনের ইস্তাহারও প্রকাশ করা হয়েছে। মোদীর গ্যারান্টির পরিবর্তে পাঁচটি ন্যায়ের কথা বলা হয়েছে রাহুল গান্ধীদের ইস্তাহারে। সেদিনের বৈঠকে প্রার্থীদের নাম নির্বাচন নিয়েও আলোচনা শুরু হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন সংসদীয় কমিটির সদস্য সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বঢরা ও দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। ইতিমধ্যেই ৮২ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে কংগ্রেস। ২ দফায় ৮২ প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। প্রথম প্রার্থী তালিকার ৩৯ জনের নাম ঘোষণা করা হয়। দ্বিতীয় তালিকায় নাম প্রকাশ করা হয় ৪৩ জনের।প্রসঙ্গত, নির্বাচন ঘোষণার আগেই প্রার্থী প্রকাশ করতে শুরু করে দেয় বিভিন্ন রাজনৈতিক দল। সেক্ষেত্রে প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করে বিজেপি। পরবর্তীতে একে একে তৃণমূল, কংগ্রেস ও বামেরাও ঘোষণা করে প্রার্থী তালিকা। কিন্তু রাজ্যে এতদিন পর্যন্ত কংগ্রসের তরফে কোনও প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। এক্ষেত্রে বাম ও কংগ্রেসের আসন সমঝোতা নিয়ে জল্পনা থাকেলও, তা আদৌ চূড়ান্ত হয়েছে কি না, সেই বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও পর্যন্ত কিছু জানায়নি। তবে এবার প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করল কংগ্রেস
এদিকে এদিন প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে আরও দুই দলের তরফে। বিজেপির তরফে এদিন তৃতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। সেই তালিকায় গুরুত্ব দেওয়া হয়েছে দক্ষিণ ভারতকে। বিজেপির তৃতীয় দফার তালিকায় বাংলার কোনও আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি। অন্যদিকে এদিন আইএসএফ-এর তরফেও প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। বাংলার ৮ কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে আইএসএফ। যদিও নওশাদ সিদ্দিকির নাম অবশ্য প্রথম প্রার্থী তালিকায় নেই।