BJP Candidate List Today : রাজনীতিতে কৃষ্ণনগর রাজবাড়ির ‘রানিমা’, প্রার্থী তালিকা ঘোষণার আগেই BJP-তে যোগদান – krishnanagar rajbari queen amrita roy joins bjp ahead of bjp third candidate list declaration


জল্পনা আগে থেকেই ছিল। বুধবারই আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করলেন কৃষ্ণনগর রাজবাড়ির বর্তমান রানি মা অমৃতা রায়। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত থেকে এদিন তিনি বিজেপির পতাকা হাতে তুলে নেন। একইসঙ্গে কৃষ্ণনগর পুরসভার প্রাক্তন কাউন্সিলর সহ আরও কয়েকজন তাঁর সঙ্গে যোগদান করেন গেরুয়া শিবিরে।লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর কেন্দ্রের ভোট অঙ্ক রীতিমতো জমজমাট। সেখানে তৃণমূল প্রার্থী করেছে মহুয়া মৈত্রকে। তাঁর বিপরীতে কাকে প্রার্থী করবে বিজেপি? তা নিয়ে রীতিমতো চর্চা তুঙ্গে উঠেছিল। নাম উঠে এসেছিল রানিমা অমৃতাদেবীর।

মঙ্গলবারই তিনি কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের প্রতিষ্ঠা করা কালীমন্দিরে পুজো দেন। রাজনীতিতে যোগদানের আগে রানিমা বলেছিলেন, ‘আমি রাজনীতির কিছু না বুঝলেও বাংলাকে তুলে ধরার ইচ্ছে রয়েছে।’ বিজেপির প্রার্থী হওয়া প্রসঙ্গে অবশ্য কোনও মন্তব্য তিনি করেননি। বলেছিলেন, ‘আগে প্রার্থী তালিকা প্রকাশ করা হোক। তারপর এই প্রসঙ্গে বিস্তারিত মন্তব্য করব।’

প্রার্থী নিয়ে এই জল্পনার মধ্যেই তাঁর বিজেপির পতাকা হাতে তুলে নেওয়া আগামীর রূপরেখা অনেকটাই স্পষ্ট করে দিয়েছে বলে মতামত ওয়াকিবহাল মহলের। ইতিমধ্যেই কৃষ্ণনগরে সভা করেছেন নরেন্দ্র মোদী। যদিও সেই সভা থেকে একবারও মহুয়া মৈত্রের প্রসঙ্গ উত্থাপন করেননি তিনি। তাঁর আগে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের কণ্ঠে অবশ্য শোনা গিয়েছিল আক্রমণের সুর।

মহুয়া মৈত্রের বিরুদ্ধে রানিমাকে প্রার্থী করতে চলেছে বিজেপি, তা একপ্রকার দিনের আলোর মতো স্পষ্ট বলে দাবি স্থানীয় রাজনৈতিক মহলের। যদিও এখনও দিল্লি থেকে বিজেপির তৃতীয় প্রার্থী তালিকা ঘোষণা করা হয়নি। গুঞ্জন, বৃহস্পতিবার তা প্রকাশ করা হতে পারে। এখন দেখার সেখানে কৃষ্ণনগর কেন্দ্রের প্রার্থী কাকে করা হয়।

উল্লেখ্য, প্রাথমিকভাবে কৃষ্ণনগর থেকে প্রয়াত সত্যব্রত মুখোপাধ্যায় ওরফে জলুবাবুর ছেলে সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়কে প্রার্থী করার কথা ভাবা হচ্ছিল গেরুয়া শিবিরের পক্ষ থেকে। সূত্রের খবর, তিনি পরবর্তীতে প্রার্থী হতে চাননি। এরপরেই কৃষ্ণনগর রাজবধূর সঙ্গে জেলা বিজেপি নেতৃত্ব বেশ কয়েকদফা আলোচনা করে। এরপর রাজবধূ প্রার্থী হওয়ার বিষয়টি ভেবে দেখবেন বলে জানিয়েছিলেন।

BJP Candidate List West Bengal : অদ্যই অপেক্ষার অবসান! দমদম-বারাসত-বসিরহাট সহ ২২ আসনে BJP-র প্রার্থী তালিকায় চমকের প্রতীক্ষা

যদিও এখনও বঙ্গে ২২টি কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপি। সেই তালিকায় রয়েছে কৃষ্ণনগর কেন্দ্রও। মহুয়া মৈত্রের বিরুদ্ধে কাকে প্রার্থী করে লোকসভার ভোট বৈতরণী পার হতে চায়ছে বিজেপি? এখন তাই দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *