Uluberia Municipal Corporation,ব্যাঙ্ক থেকে হাপিশ হয় লাখ লাখ টাকা, সেই অর্থই ফেরত পেল উলুবেড়িয়া পুরসভা – uluberia municipal corporation receive the money they has lost in cyber scam


চেক জাল করে এবং আধিকারিকদের সই নকল করে উলুবেড়িয়ার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে প্রায় ১৪ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নিয়েছিলেন প্রতারকরা। গত বছর নভেম্বর মাসে উত্তরপ্রেদেশের বিভিন্ন জায়গা থেকে হাতিয়ে নেওয়া সেই টাকা সুদ সহ উলুবেড়িয়া পুরসভাকে ফেরত দিল ওই ব্যাঙ্ক। ইতিমধ্যেই ওই টাকা সংশ্লিষ্ট ব্যাঙ্কের উলুবেড়িয়া পুরসভার অ্যাকাউন্টে জমা পড়েছে।বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা জানান উলুবেড়িয়া পুরসভার এক্সিকিউটিভ অফিসার রজত মজুমদার। তিনি জানান, গত ২৯ নভেম্বর জালিয়াতির বিষয়টি জানার পরেই পুরসভার পক্ষ থেকে লালবাজার সাইবার ক্রাইমে অভিযোগ জানানো হয়। পাশাপাশি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দফতরে এই বিষয়ে লিখিত অভিযোগ জানানো হয়। এরপর মঙ্গলবার উলুবেড়িয়ার যে ব্যাঙ্কে ওই ঘটনা ঘটেছিল সেই ব্যাঙ্ক কর্তৃপক্ষ টাকা ফেরত দেয়।

রিজার্ভ ব্যাঙ্কের ওম্বুডসম্যান নিয়ম অনুযায়ী সুদ সমেত টাকা ফেরত দেওয়া হয়েছে। তিনি জানান, তিন মাসের মধ্যে এই টাকা ফেরত দেওয়া হয়েছে। এই বিষয়ে উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস জানান, ব্যাঙ্ক কর্তৃপক্ষ হাতিয়ে নেওয়া ১৪ লাখ ৬৯ হাজার ৯৭৭ টাকার সঙ্গে সুদ বাবদ ২৭ হাজার ৮২৫ টাকা সহ মোট ১৪ লাখ ৯৭ হাজার ৮০২ টাকা পুরসভার ওই অ্যাকাউন্টে জমা দিয়েছেন।

তবে ওই অপরাধীদের সঙ্গে যদি ব্যাঙ্কের কোন কর্মচারী জড়িত থাকে বলে প্রমাণিত হয় সেক্ষেত্রে তাদের শনাক্ত করে উপযুক্ত শাস্তি না দেওয়া পর্যন্ত পুরসভা ওই টাকায় হাত দেবে না বলে দাবি করেন অভয় দাস। প্রসঙ্গত, গত ২৯ নভেম্বর উলুবেড়িয়ার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক কর্তৃপক্ষ পুরসভাকে জানায় তাদের ব্যাঙ্কে পুরসভার ইএমডি অ্যাকাউন্টে ১৬ ও ১৭ নং চেকের টাকার পরিমাণ এক। বিষয়টি নিয়ে সন্দেহ হওয়ায় বিস্তারিত খতিয়ে দেখা হয়। এরপরেই জালিয়াতির বিষয়টি সামনে আসে।

যদিও সেই সময়ের মধ্যে পুরসভার অ্যাকাউন্টে থাকা ১৪ লাখ ৬৯ হাজার ৯৭৭ টাকা হাতিয়ে নেয় প্রতারকরা। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামে পুলিশ। সেই সময় জানা যায়, উত্তরপ্রদেশের একটি অ্যাকাউন্ট থেকে ওই টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।

টাকা খসালেই বশে আসবে বস! নিউ ব্যারাকপুরের ইন্দ্রনীল শাস্ত্রীর ফাঁদে পা দিয়ে ‘সর্বহারা’ অনেকে

ঘটনায় পুরসভার কোনও কর্মী জড়িত রয়েছেন কিনা তা খতিয়ে দেখা শুরু হয়েছে। কী ভাবে এই প্রতারণার ঘটনা ঘটল? তা নিয়ে শোরগোল পড়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাপ্ত অভিযোগের উপর ভিত্তি করে তদন্ত শুরু হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *