Wb Government Holiday List 2024,দোলের ছুটিতে দিঘা-মন্দারমণির প্ল্যান? ভোটের আগে একাধিক বিষয়ে কড়া পদক্ষেপ প্রশাসনের – digha mandarmani tourist should keep this documents during their visits till lok sabha election


টানা দোলের ছুটিতে দিঘায় যাওয়ার পরিকল্পনা অনেকেরই। এই সময় ডেস্টিনেশন যদি দিঘা হয় সেক্ষেত্রে পরিচয়পত্র সঙ্গে নিতে ভুলবেন না। কারণ ভোটের জন্য চলছে কড়া নজরদারি। নাশকতা, অশান্তি এড়াতে চূড়ান্ত জেলা প্রশাসন। সাধারণত, পর্যটনস্থলে হোটেলে চেক ইন করতে গেলে পরিচয়পত্র বাধ্যতামূলক হয়। এবার সেই নিয়ম আরও কড়াকড়ি।নাশকতা, অশান্তি এড়াতে তৎপর জেলা প্রশাসন। জেলাজুড়ে মোড়ে মোড়ে নাকাচেকিং করা হচ্ছে। প্রশাসনিক কর্তাদের কথায়, এই সময় সমস্ত তথ্য সঙ্গে রাখতে হবে। ২৫ মার্চ, সোমবার দোল উৎসব এবং ২৬ মার্চ মঙ্গলবার হোলি। শনি ও রবিবার সরকারি ছুটি। একাধিক বেসরকারি অফিসেও ছুটি। স্বাভাবিকভাবেই টানা চারদিন ছুটিতে বাক্স প্যাঁটরা গুছিয়ে বাঙালি যে বেরিয়ে পড়বে পাহাড়, জঙ্গল, সমুদ্র সৈকতে, তা স্বাভাবিক।

কাছে পিঠের দিঘা, সুন্দরবন, তারাপীঠ, শান্তিনিকেতন হোক বা একটু দূরের ঘাটশিলা, পুরী, চাকুলিয়া, উত্তরবঙ্গ-ঘুরতে যাওয়ার ক্ষেত্রে কোনও আপোস করতে রাজি নয় বাঙালি। টানা ছুটি পেলেই ভ্রমণ পিপাসুদের একটা বড় অংশ দিঘা, মন্দারমণি, তাজপুরকেই বেছে নেয়। তবে এবার দোলের মাঝেই লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হওয়ায় কড়াকড়ি পুলিশ প্রশাসন। ইতিমধ্যে জেলা জুড়ে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। জেলার মোড়ে মোড়ে নাকাচেকিং শুরু হয়েছে।

এই প্রসঙ্গে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য জানান, দোলের ছুটিতে বহু মানুষ দিঘা বেড়াতে যান। কোনওভাবেই যাতে এই সময় কোনও অবান্তর অশান্তি তৈরি না হয় সেই জন্য পুলিশ প্রশাসনের তরফে সতর্কতামূলক পদক্ষেপ করা হয়। বাইরে থেকে এসে কেউ যাতে অসামাজিক কাজ করতে না পারে তার জন্য বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে।

এর আগে দিঘায় গভীর রাত পর্যন্ত ঘুরে বেড়ানো নিষেধ করা হয়েছে। নির্বাচন কমিশনের নিয়ম মেনেই নজদারি করা করা হবে বলে জানানো হয়েছে। জেলাশাসক তানবীর আফজল জানান, ভোট ঘোষণা হলেই নিরাপত্তা নিয়ে আরও কিছু নির্দেশ আসে। নির্বাচন কমিশনের গাইডলাইন অনুসারে কাজ করা হচ্ছে। আগত পর্যটকদের যাতে বিশেষ কোনও সমস্যায় পড়তে না হয় সেই দিকে নজর রাখা হবে। তবে পর্যটকদের বাধ্যতামূলকভাবে সমস্ত নথি সঙ্গে রাখতে হবে।

দিঘা হোটেল ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক বিপ্রদাস চট্টোপাধ্যায় জানান, দোলের টানা ছুটিতে যাতে পর্যটকেরা দিঘায় আনন্দ করতে পারেন সেই জন্য ৭৫০/৮০০ টাকার মধ্যে রুম পাওয়া যাচ্ছে। পর্যটকেরা যাতে দোলের ছুটিতে আসেন এবং দিঘার আনন্দ উপভোগ করতে পারেন সেই জন্য হোটেল মালিকদের তরফে কোনও খামতি রাখা হচ্ছে না। লোকসভা নির্বাচনে দিনক্ষণ ঘোষণা হওয়ায় পুলিশি নজদারি বেড়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *