প্রাক্তন ফরওয়ার্ড ব্লক বিধায়ককে টিকিটি কংগ্রেসের, খেলা ঘোরাবেন সংখ্যালঘু মুখ ইমরান? – ali imran ramz raiganj lok sabha constituency 2024 congress candidate political career and family background


অবশেষে বাংলার প্রার্থী তালিকা ঘোষণা করেছে কংগ্রেস। দলের তৃতীয় দফার তালিকায় বাংলার ৮ কেন্দ্রে প্রার্থী ঘোষণা করা হয়েছে দলের পক্ষ থেকে। তালিকায় রায়গঞ্জ আসন থেকে আলি ইমরান রামজকে (ভিক্টর) টিকিট দিয়েছেন মল্লিকার্জুন খাড়গেরা। ভিক্টরকে প্রার্থী করায় রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে নির্বাচনী লড়াইয়ের সমীকরণ বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠল বলে মনে করেছেন বিশেষজ্ঞদের একাংশ।রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী হয়েছেন আলি ইমরান রামজ (ভিক্টর)। রাজনৈতিক পরিবার থেকে উঠে আসা ভিক্টর ছাত্র রাজনীতি থেকে নিজের রাজনৈতিক জীবন শুরু করেন। বাবা রমজান আলি দীর্ঘদিনের ফরওয়ার্ড ব্লকের টিকিটে তৎকালিন গোয়ালপোখরের বিধায়ক ছিলেন। বাবার পরে কাকা হাফিজ আলম সাঈরানিও ওই এলাকার বিধায়ক, এবং পরবর্তীকালে বামফ্রন্ট সরকারের ত্রাণ ও পুনর্বাসন দফতরের মন্ত্রী হয়েছিলেন।

ইমরানের রাজনৈতিক কেরিয়ার

পেশায় আইনজীবী আলি ইমরান রামজের রাজনৈতিক জীবন শুরু হয় ছাত্রাবস্থা থেকেই। কলেজ রাজনীতিতে ক্লাস রিপ্রেজেন্টেটিভের পর সাধারণ সম্পাদক। তারপর যুব রাজনীতিতে পদার্পণ। তৎকালীন সময়ে ফরওয়ার্ড ব্লকে একাধিক পদেও ছিলেন তিনি। ২০০৯ সালের উপনির্বাচনে প্রথমবার গোয়ালপোখরের ফরওয়ার্ড ব্লক বিধায়ক নির্বাচিত হন আলি ইমরান রামজ। ২০১১ সালে গোয়ালপোখর ভেঙে চাকুলিয়া বিধানসভা গঠিত হয়। এরপর, ২০১১ থেকে ২০২১ সাল পর্যন্ত ভিক্টর চাকুলিয়ার ফরওয়ার্ড ব্লক বিধায়ক ছিলেন। কিন্তু ২০২১ সালের বিধানসভা ভোটে তৃণমূলের কাছে হেরে যান। ২০২২ সালের অক্টোবর মাসে তিনি কংগ্রেসে যোগ দেন এবং বর্তমানে তিনি কংগ্রেসের প্রার্থীও হয়েছেন তিনি।

আলি ইমরান রামজ জানান, প্রিয়রঞ্জন দাশমুন্সির তৈরি করা মাটিতে যেভাবে সাধারণ মানুষের সমর্থন যেভাবে পাচ্ছেন, তাতে জেতার বিষয়ে তিনি যথেষ্ট আশাবাদী। তিনি বলেন, ‘তৃণমূল আর বিজেপির প্রার্থী একজনই। বিজেপির প্রার্থীকেই তৃণমূল এই বছর প্রার্থী করেছে। তৃণমূল এবং বিজেপির যে গোপন আঁতাত তা সাধারণ মানুষ বুঝতে পারছে। এর ফল ভোট বাক্সে প্রতিফলিত হবে।’ তাই তৃণমূল নয় বিজেপির মূল লড়াই কংগ্রেসের সঙ্গেই হবে বলে দাবি করেন ভিক্টর।

জিতলে কী কী করবেন?

রামজ আরও জানান, তিনি নির্বাচনে জয়ী হলে জেলার উন্নয়নের স্বার্থে কাজ করবেন। বিশেষ করে রায়গঞ্জ-বারসই সড়ক পথ ও দূরপাল্লার রেল যোগাযোগের ওপরে জোর দেবেন। পাশাপাশি ইসলামপুর মহকুমায় মহিলা কলেজ তৈরির মতো একাধিক জলকল্যাণমূলক কাজও তিনি করতে চান বলে জানান ভিক্টর। স্থানীয় রাজনৈতিকমহলের একাংশ মনে করছে চাকুলিয়া এলাকায় যথেষ্টই জনপ্রিয় রামজ। বিশেষত এলাকার সংখ্যালঘুদের মধ্যে যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে তাঁর। সেক্ষেত্রে দেখার রায়গঞ্জে কতটা কার্যকরী হয় তাঁর জনপ্রিয়তা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *