গত ১৪ ই মার্চ অথ্যাৎ আজ থেকে ৮ দিন আগে বিজেপি ও কেন্দ্রীয় মন্ত্রীদের চ্যালেঞ্জ করে বলেছিলাম ২০১৭-১৮ সালের আবাস প্লাস স্কিমে ও গত তিন বছরে ১০০ দিনের কাজের প্রকল্পে যদি ১০ পয়সাও কেন্দ্রীয় সরকার দিয়ে থাকে তো আমি রাজনীতি ছেড়ে দেব।
অভিষেক বন্দ্যোপাধ্যায়

আবারও চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
বিজেপিকে এদিন ‘মিথ্যাবাদী’ বলেও আক্রমণ শানান অভিষেক। তিনি বলেন, ‘বিজেপি মানেই মিথ্যাচার, মিথ্যাবাদী তা বারংবার প্রমাণিত। সাহস থাকলে গত ৫ বছরের উন্নয়নের খতিয়ান প্রকাশ করুক বিজেপি। দিদির গ্যারিন্টি মানে গ্যারিন্টিই। কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও আমরা কথা দিয়েছিলাম ১০০ দিনের কাজের টাকা আমরা দেব। ইতিমধ্যেই ৫৯ লাখ মানুষের কাছে সেই টাকা পৌঁছে গেছে। দিদির গ্যারান্টিতে বলা হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডারের কথা, তা আপনারা পেয়েছেন।
বিজেপির কেন্দ্রীয় নেতাদের রাজ্যে আসাকেও কটাক্ষ করতে ছাড়েননি অভিষেক। তিনি বলেন, ‘আবার একটা লোকসভা ভোট সামনে আসছে। আবার সেইসব জুমলাবাজদের ডেলি প্যাসেঞ্জারি শুরু হবে, মিথ্যাচার শুরু হবে। তাই আপনাদেরকে আপনাদের অধিকার বুঝে নিতে হবে। ২০২১-এর ভোটে বাংলায় শোচনীয় পরাজয়ের পর প্রতিশোধের রাজনীতিতে নেমেছে বিজেপি। তাই আপনাদের তাদের বুঝিয়ে দিতে হবে বাংলা কারও কাছে মাথা নত করে না। আবাস যোজনায় বঞ্চনা সত্ত্বেও দিদির গ্যারান্টি এটা যে আগামী ৩১শে ডিসেম্বরের মধ্যে প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় আবাস যোজনার প্রথম কিস্তির টাকা সকলের অ্যাকাউন্টে চলে যাবে।’