Arvind Kejriwal Arrested,কেজরির গ্রেফতারির বিরোধিতায় সরব তৃণমূল, সুকান্তর আক্রমণের জবাব কুণালের – trinamool congress reacts on arvind kejriwal arrest


দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির পর বঙ্গ রাজনীতি সরগরম। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার প্রকারান্তে নিশানা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এই নিয়ে পালটা সরব হয়েছে রাজ্যের শাসক দল। বিজেপির বিরুদ্ধে ‘প্রতিহিংসামূলক রাজনীতি’ করার অভিযোগ তুলেছেন রাজ্য শাসক দলের নেতারা।তৃণমূল নেতা কুণাল ঘোষ সুকান্ত মজুমদারকে পালটা তোপ দেগে বলেন, ‘এই সবেই বোঝা যাচ্ছে যে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে কে চালিত করছে।’ রাজ্য বিজেপি সভাপতিকে তোপ দেগে তিনি বলেন, ‘আগে বালুরঘাট সামাল দিন। শীঘ্রই প্রাক্তন সাংসদ লিখতে হবে।’

অন্যদিকে, অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে সরব হয়েছে তৃণমূলও। ডেরেক ও’ব্রায়েন একটি টুইটে লেখেন, ‘একজন নির্বাচিত মুখ্যমন্ত্রীর গ্রেফতারির তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এর আগে একটি বেআইনি অর্ডিন্যান্সের মাধ্যমে তাঁর ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছিল। যেখানে একজন মুখ্যমন্ত্রী এবং অন্যতম বিরোধী মুখকে নির্বাচনের কয়েক সপ্তাহ আগে গ্রেফতার করা হচ্ছে সেখানে আমরা কী ভাবে সুষ্ঠু ভোট আশা করতে পারি? সুপ্রিম কোর্ট এবং নির্বাচন কমিশন যদি এখন কোনও পদক্ষেপ না করে সেক্ষেত্রে ভবিষ্যতে বিজেপির দমনমূলক রাজনীতির বিরুদ্ধে কে মানুষের পাশে দাঁড়াবে?’

এদিন কলকাতাতে জায়গায় জায়গায় প্রতিবাদ মিছিল করার প্রয়োজন রয়েছে। উল্লেখ্য, আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। বৃহস্পতিবার সন্ধ্যায় ১২ জন ইডি আধিকারিকের একটি দল তাঁর বাড়িতে পৌঁছয় এবং জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালায়। এরপর রাতেই তাঁকে গ্রেফতার করা হয়।

দিল্লি আবগারি দুর্নীতি মামলায় নাম জড়ানোর পর কেজরিওয়ালকে মোট নয় বার তলব করে ED। কিন্তু, প্রত্যেকবার তিনি হাজিরা এড়িয়েছিলেন। বৃহস্পতিবার তাঁর ED-র দফতরে হাজিরা দেওয়ার কথা থাকলেও তিনি দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন।

আম আদমি পার্টির তরফে দাবি করা হচ্ছিল, কোনও জিজ্ঞাসাবাদের জন্য নয়, কেজরিওয়ালকে গ্রেফতার করার জন্যই ডেকে পাঠাচ্ছে ED। কোনও তথ্য প্রমাণ না থাকলেও কেন তলব? তা নিয়ে উঠছিল প্রশ্ন। লোকসভা নির্বাচনের আগে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করতে চাইছে ED, দাবি ছিল আম আদমি পার্টির।

Arvind Kejriwal Arrested : লোকসভার মুখে বিরাট পদক্ষেপ ইডির! গ্রেফতার অরবিন্দ কেজরিওয়াল

যদিও তাঁর এই আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট। আদালতে রক্ষাকবচ না পাওয়ার পরেই তৎপর হয় ওঠে এজেন্সি। বৃহস্পতিবার সন্ধ্যায় ১২ জন ইডি আধিকারিক কেজরিওয়ালের বাড়িতে পৌঁছয়। বেশ কিছুক্ষণ তল্লাশি চালানোর পর গ্রেফতার করা হয় অরবিন্দ কেজরিওয়ালকে। এই মুহূর্তে ১৪৪ ধারা জারি করা হয়েছে অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির সামনে। এদিন বিজেপির সদর কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখানোর কর্মসূচি রয়েছে আপের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *