Upper Primary Recruitment : ফের ধাক্কা শিক্ষক নিয়োগে, ভোটের মুখে স্থগিত উচ্চ প্রাথমিকের পার্সোনালিটি টেস্ট – school service commission postponed upper primary personality test for lok sabha election


ফের ধাক্কা খেল রাজ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। এবার হেতু লোকসভা নির্বাচন। নির্বাচনের গেরোতে পার্সোনালিটি টেস্ট স্থগিত করতে বাধ্য হল স্কুল সার্ভিস কমিশন। আগামী ২ এপ্রিল আপার প্রাইমারি পার্সোনালিটি টেস্ট।প্যারা-টিচারদের অর্থাৎ পার্শ্ব-শিক্ষকদের জন্য সংরক্ষিত আসনে যে যে প্রার্থী সফল হয়েছেন, তাঁদের জন্য পার্সোনালিটি টেস্ট নেওয়ার কথা ছিল স্কুল সার্ভিস কমিশনের। সেইমতো আগে বিজ্ঞপ্তি দেওয়াও হয়েছিল। এর জন্য ২৭ মার্চ থেকে প্রার্থীরা স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন বলেও জানানো হয়। কিন্তু, আপাতত সেই পার্সোনালিটি টেস্ট বাতিল করা হয়েছে।

ইতিমধ্যে গোটা দেশ জুড়ে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হয়েছে। আগামী ১৯ এপ্রিল থেকে ভোট শুরু হচ্ছে গোটা দেশে। ইতিমধ্যে আদর্শ আচরণবিধি চালু হয়ে গিয়েছে। এর মাঝে পার্সোনালিটি টেস্ট আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিয়ে স্কুল সার্ভিস কমিশন ইতিমধ্যে নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়েছে। তাঁরা কোনওরকম সবুজ সংকেত দিলে ফের নতুন কোনও বিজ্ঞপ্তি দেওয়া হতে পারে বলে কমিশন সূত্রে খবর।

স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি

স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তিi

দীর্ঘসময় ধরে আদালতে আইনি জটিলতায় কারণে শিক্ষক নিয়োগে বিলম্বিত হচ্ছে গোটা রাজ্যে। তবে আদালতের রায়ে ফের নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়েছিল। মুখে হাসি ফুটেছিল চাকরি প্রার্থীদের। তবে ভোটের কারণে ফের সেটাকে আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়ার কারণে মুষড়ে পড়েছেন চাকরি প্রার্থীরা। যদিও, পরবর্তী কোন তারিখে পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে, এ ব্যাপারে এখনও কোনও নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি।

বস্তুত, আদর্শ আচরণবিধি চালু হওয়ার কারণে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে কিনা সে বিষয়ে সংশয়ে পড়েছিল স্কুল সার্ভিস কমিশন। সেই কারণেই নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠিয়েছে স্কুল সার্ভিস কমিশন। কমিশনের ছাড়পত্র মিললে এপ্রিল মাসেই পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

West Bengal News : SLST চাকরিপ্রার্থীদের জন্য বিজ্ঞপ্তি জারি SSC-র, পার্শ্বশিক্ষক নিয়োগে তৎপর রাজ্য
এই প্রার্থীদের পার্সোনালিটি টেস্টের জন্য প্রার্থীদের তাদের সমস্ত নথি বা শংসাপত্রের অরিজিনাল কপি এবং ওই সব নথির ফোটাকপি প্রস্তুত রাখার কথা বলা হয়েছিল। সেই মতো প্রস্তুতি নিতে শুরুও করে দিয়েছিলেন চাকরি প্রার্থীরা। কিন্তু, শেষমেষ ফের পার্সোনালিটি টেস্ট বাতিল হয়ে যাওয়ায় ফের কিছুটা হতাশা তৈরি হয়েছে চাকরি প্রার্থীদের মধ্যে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *