Visva Bharati University : বসন্ত উৎসব এবারও বন্ধ বিশ্বভারতীতে, দোলের দিন পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা – visva bharati university will maintain restrictions on dol jatra utsav


পৌষ মেলার আয়োজন হলেও এবারও বসন্ত উৎসবের আয়োজন করছে না বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। দোলের দিন রবীন্দ্র ভবন সহ আশ্রম চত্বর বন্ধ করে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই বিশ্বভারতীকে ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতি দিয়েছে। বিশাল জনসমাগমে যাতে ঐতিহ্য ক্ষেত্রগুলো যাতে নষ্ট না হয়, সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সম্প্রতি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় উপাচার্য পরিবর্তিত হয়েছে। বিদ্যুৎ চক্রবর্তী যাওয়ার পর ভারপ্রাপ্ত উপাচার্য হন সঞ্জয়কুমার মল্লিক। তাঁর উপস্থিতিতে এবং উদ্যোগে এবার পৌষ মেলার আয়োজন করা হয়েছিল। পৌষ মেলার পাশাপাশি এবার দোল উৎসবের আয়োজন করা হতে পারে বলে আশা করা হয়েছিল। বীরভূম জেলার পুলিশ প্রশাসনের সঙ্গে একপ্রস্থ বৈঠক করে বিশ্বভারতী কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার আলোচনায় বসেন উপাচার্য সহ কলেজের অন্যান্য বিভিন্ন ভবনের অধ্যক্ষ, আধিকারিকরা। সেই বৈঠকেই এই সিদ্ধান্ত গৃহীত হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, শান্তিনিকেতনকে বিশ্ব ঐতিহ্যক্ষেত্র বা ওয়ার্ল্ড হেরিটেজের স্বীকৃতি দেওয়া হয়েছে। সেই কথা মাথায় রেখে দোলের দিন প্রচুর জনসমাগম হলে ঐতিহ্য ক্ষেত্রে কোনও বিপত্তি ঘটতে পারে। নতুন করে যাতে কোনও সমস্যা না হয়, সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বিশ্ববিদ্যালয় চত্বরে প্রবেশে কড়াকড়ি রাখা হবে। উপাসনাগৃহের সামনে থেকে সঙ্গীতভবন পর্যন্ত রাস্তায় যান নিয়ন্ত্রণ করারও সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক মহুয়া বন্দ্যোপাধ্যায় জানান, কোনও বিধি নিষেধ আরোপ করা হয়নি । আশ্রমটাও বন্ধ থাকবে অন্যান্য সময়ের মতো । শুধু ছাত্ররা প্রবেশ করতে পারবে, সাধারণ মানুষকে প্রবেশ করতে পারবে না । এছাড়া আর কোন নিয়ম বা বিধি নিষেধ কিছু নেই।

Visva Bharati University : দূষণের জেরে হেরিটেজ বাঁচাতে ডিএমকে চিঠি শান্তিনিকেতন ট্রাস্টের
গত ২০১৯ সালে শেষবারের মতো বসন্ত উৎসব পালন করা হয়েছিল। এরপর করোনার কারণে পরের দুই বছর বসন্ত উৎসব পালন করা সম্ভব হয়নি। এরপরেও দুই বছর অন্যান্য কারণ দেখিয়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বসন্ত উৎসব করার অনুমতি দেয়নি। এবারের সেই একটি পন্থা বজায় রাখা হচ্ছে। সেই কারণে, দোলের দিন আশ্রম চত্বরে প্রবেশে বিধিনিষেধ রাখা হচ্ছে। দোলের দিন লাখের বেশি পর্যটক আসার সম্ভাবনা রয়েছে। ভিড় নিয়ন্ত্রণ করার ব্যাপারে উপাসনা গৃহের সামনের রাস্তায় পুলিশ মোতায়েন করা হবে। পাশাপাশি, যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *