ওড়িশা ছেড়ে কামারহাটিতে বসবাস শুরু, নিউটাউনে ট্রলি ব্যাগে দেহ উদ্ধারে চাঞ্চল্যকর তথ্য – kolkata new town body recovered case police detain a person from pingla


নিউটাউনে ট্রলি ব্যাগে ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনায় সামনে এল বড়সড় তথ্য। ইতিমধ্যেই মৃতের পরিচয় জানা গিয়েছে। একইসঙ্গে ঘটনায় ইতিমধ্যেই ১ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর। মৃত ব্যক্তির নাম সুবোধকুমার সরকার। তিনি ওড়িশার ভুবনেশ্বরের ভৌমা নগর এলাকার বাসিন্দা। সেখানে বাড়ি বিক্রি করে চলে আসেন কামারহাটি পৌরসভার ৩২ নম্বর ওয়ার্ডের নন্দননগর মধ্যপাড়া এলাকায়। অমিত মুখোপাধ্যায় নামে এক ব্যক্তির বাড়িতে নীচেরতলায় ভাড়া থাকতে শুরু করেন।পুলিশ জানতে পেরেছে, শুক্রবার বিকেলবেলা ওই বাড়ি থেকে বেরিয়ে যান সুবোধকুমার সরকার। সুবোধের সঙ্গে একটি মেয়েও থাকত। ওই মেয়েটিকে নিজের নাতনি বলে পরিচয় দিতেন সুবোধ। জিজ্ঞাসাবাদের জন্য সুবোধের সঙ্গে থাকা ওই মেয়েটিকেও জিজ্ঞাসাবাদ বেলঘড়িয়া থানার পুলিশ। এদিকে গতকাল রাতে পটাশপুর এলাকায় নাকা চেকিং করার সময় একটি অ্যাপ ক্যাবকে দেখে সন্দেহ হয় পুলিশ আধিকারিকদের। ওই গাড়িটিতে রক্ত লেগেছিল। এরপরেই সেই গাড়ির মধ্যে থাকা সৌম জানা এবং গাড়িটিকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে মৃত দেহটিকে নির্জন জায়গায় ফেলার জন্য অ্যাপ ক্যাবটিকে ভাড়া করা হয়। তবে কী কারণে সুবোধ সরকারকে খুন করা হল তা এখনও স্পষ্ট নয়। সৌম্য এবং ওই ব্যক্তির নাতনিকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।

প্রসঙ্গত, শনিবার সকালে নিউটাউনে কারিগরি ভবনের পিছন দিকে একটি ট্রলি ব্যাগ পড়ে থাকতে দেখেন সাফাই কর্মীরা। সেই ট্রলি ব্যাগ থেকে চুঁইয়ে পড়ছিল রক্ত। সঙ্গে সঙ্গে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর দেওয়া হয় টেকনোসিটি থানায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ব্যগটির খুলতেই তার মধ্যে এক ব্যক্তির দেহ পাওয়া যায়। সেই সময় ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়।

ঘটনার খবর পেয়েই এলাকায় পৌঁছন বিধাননগর কমিশনারেটের ডিসি নিউটাউন জোন মানব সিংলা। গোটা পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। এরপর তিনি জানান, এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। দেহটি ব্যাগের মধ্যে ছিল এবং দেহে কিছু কিছু আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান তিনি। তবে মৃত্য়ুর কী কারণ, তা অবশ্য ময়নাতদন্তের পরেই জানা যাবে জানান ডিসি নিউটাউন জোন। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চব্য ছড়িয়েছে নিউটাউন অঞ্চলে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *