Anurag Kashyap: ঘণ্টায় ৫ লাখ! দর্শনের রেটচার্ট পরিচালকের, দেখা করবেন কি?


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বলিউডে অন্যতম জনপ্রিয় পরিচালক অনুরাগ কাশ্যপ (Anurag Kashyap)। ‘ক্যুইন’, ‘দ্য লাঞ্চবক্স’, ‘গ্যাংস অফ ওয়াসেপুর’-এর মতো একাধিক হিট ছবির নির্মাতা তিনি। শনিবার পরিচালক নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ‘রেটচার্ট’ পোস্ট করেন। সেই পোস্ট ঘিরে পরিচালককে তুমুল সমালোচনার মুখে পড়তে হয়। 

অনুরাগ নিজের পোস্টে পরিস্কার জানিয়েছেন যে তিনি মধ্যবিত্ত লোকেদের সঙ্গে সাক্ষাৎ করতে করতে ক্লান্ত। তিনি প্রকাশ করেছেন যে যারা তাঁর সঙ্গে দেখা করতে চান তাদের থেকে তিনি অর্থ নেবেন।

আরও পড়ুন: Basanti Chatterjee Health Update: ‘ভালো আছেন’! বর্ষীয়ান অভিনেত্রীর খবর জানালেন…

সোশ্যাল মিডিয়ায় অনুরাগ কাশ্যপ লিখেছেন, ‘আমি নতুনদের সাহায্য করার চেষ্টায় অনেক সময় নষ্ট করেছি। কাজের পর সেই সম্পর্কের সমাপ্তি খুব খারাপভাবে হয়েছে ৷ তাই এখন থেকে আমি যাঁর-তাঁর সঙ্গে দেখা করে নিজের সময় নষ্ট করতে চাই না। তারা যতই সৃজনশীল প্রতিভাবান হোক না কেন।’

তিনি আরও লেখেন, ‘তাই এখন থেকে আমার কিছু দাম বা রেট থাকবে। যদি আপনি আমার সঙ্গে ১০ থেকে ১৫ মিনিট দেখা করতে চান, তাহলে আমি চার্জ করব ১ লক্ষ টাকা। আধঘণ্টার জন্য নেব ২ লক্ষ টাকা। ১ ঘণ্টার জন্য নেব ৫ লক্ষ টাকা। এটাই রেট চার্ট।’ 

পরিচালক এ-ও  লেখেন, ‘মানুষের সঙ্গে দেখা করে এবং সময় নষ্ট করে আমি ক্লান্ত। আপনি যদি সত্যিই মনে করেন যে, এই দাম দিতে পারবেন তবেই ফোন করবেন।  না হলে… আর অবশ্যই এই দাম দিতে হবে অ্যাডভান্সে ৷’ অনুরাগ স্পষ্ট জানিয়েছেন যে, ‘আমি যে রেট চার্ট দিয়েছি, সেটা কোনও মজার বিষয় নয়। দয়া করে আমাকে মেসেজ বা ফোন করবেন না। দাম দিলেই তবেই সময় পাবেন। আমি কোনও চ্যারিটি করতে আসিনি। পাশাপাশি যে সকল ব্যক্তি শর্টকাট পছন্দ করেন, তাঁদের সঙ্গে কথা বলে আমি ক্লান্ত। তাই এই সিদ্ধান্ত।’

আরও পড়ুন: Mimi Chakraborty: মিমির প্রিয় জিনিস চুরি! ফিরে পেতে মরিয়া নায়িকা…

পরিচালকের পোস্ট করার কিছুক্ষণ পরই তাঁর মেয়ে আলিয়া কাশ্যপ রিশেয়ার করেন। তিনি মজার ছলে লেখেন, ‘আমি এই পোস্টটিকে ফরওয়ার্ড করছি। যারা আমাকে মেসেজ করে স্ক্রিপ্ট পাঠায় তোমাকে পাঠানোর জন্য।’

অনুরাগ কাশ্যপের এই বিতর্কিত পোস্ট দেখে তাঁর অনুরাগীরা অবাক। অনেকেই প্রশ্নও তুলেছেন। বহু নেটিজেনের কটাক্ষের শিকারও হয়েছেন পরিচালক। অনুরাগ বিভিন্ন বিষয়ে আলোচনা করার সময় তাঁর অকপট এবং ভিন্ন দৃষ্টিভঙ্গির জন্য পরিচিত। তিনি বিভিন্ন বিষয়ে তাঁর মতামত প্রকাশ করতে কখনই পিছপা হননি।
সম্প্রতি পরিচালক মালায়লাম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিতে চলেছেন।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *