BJP Candidate List : ‘ফোকাস’ দমদম, উত্তর কলকাতা, রায়গঞ্জের মতো কেন্দ্র? বাংলা ২২ আসনে প্রার্থী নিয়ে আজ ফের বৈঠকে BJP – bjp leaders may conduct a high level meeting regarding west bengal candidate list


ভোটের নির্ঘণ্ট প্রকাশের পরও কয়েকদিন গড়িয়ে গিয়েছে। কিন্তু, এখনও বাংলার সব আসনে প্রার্থী দিতে পারেনি বিজেপি। এই নিয়ে কটাক্ষের সুর শোনা গিয়েছে তৃণমূল নেতাদের কণ্ঠে। যদিও তার পালটা সরব হয়েছেন গেরুয়া শিবিরের নেতারাও। এদিকে শনিবার প্রার্থী প্রসঙ্গে বঙ্গ বিজেপি নেতাদের সঙ্গে দিল্লিতে বৈঠক করতে পারে শীর্ষ নেতৃত্ব। যদি এই বৈঠক অনুষ্ঠিত হয় সেক্ষেত্রে বাংলার প্রার্থী নিয়ে এই সপ্তাহেই বঙ্গ বিজেপি নেতাদের সঙ্গে দুই বার বৈঠকে বসবেন কেন্দ্রীয় নেতারা। যদিও এখন পর্যন্ত এই নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি বিজেপির পক্ষ থেকে।সূত্রের খবর, শনিবার কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী এবং সতীশ ধনদ। এদিকে সামনেই দোল। তার আগে কি বাংলায় বিজেপির আরও ২২টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে? তা নিয়ে উঠছে প্রশ্ন। উল্লেখ্য, ২০টি আসনে প্রথম দফাতেই প্রার্থী ঘোষণা করেছে গেরুয়া শিবির। এর মধ্যে অবশ্য আসানসোল নিয়ে ধোঁয়াশা রয়েছে। সংশ্লিষ্ট কেন্দ্রের প্রার্থী পবন সিং নাম ঘোষণার পর দাবি করেছিলেন, তিনি এই কেন্দ্র থেকে লড়তে চান না।

পরে অবশ্য তিনি স্পষ্ট জানিয়েছিলেন, এই কেন্দ্র থেকেই লড়াই করবেন তিনি। এরপর অবশ্য দলীয় তরফে স্পষ্ট করে কিছু জানানো হয়নি বা ঘোষণা করা হয়নি। সবমিলিয়ে আসানসোল আসনটি নিয়েও রয়েছে জটিলতা।

প্রসঙ্গত, বিজেপির প্রার্থী তালিকা প্রকাশে বিলম্বের জন্য তীব্র কটাক্ষ শোনা গিয়েছে তৃণমূলের কণ্ঠে। যদিও রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘সঠিক সময়ে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। সাধারণ মানুষের মধ্যে বিজেপির প্রার্থী তালিকা নিয়ে আগ্রহ বিস্তর। আর সেই কারণেই এই আলোচনা চলছে।’

BJP Candidate List Bengal : রুদ্রনীলের মুখে নির্বাচনী অঙ্ক, বিজেপির প্রার্থী বাছাইয়ে ‘অন্তহীন’ অপেক্ষা নিয়ে কটাক্ষ তৃণমূলের

সূত্রের খবর, কয়েকটি আসন নিয়ে চর্চা চলছে বিজেপির অন্দরেই। এর মধ্যে রয়েছে আসানসোল, ব্যারাকপুর, উত্তর কলকাতা, দমদম, রায়গঞ্জের মতো কেন্দ্রগুলি। ইতিমধ্যেই বিজেপিতে ফের একবার যোগদান করেছেন অর্জুন সিং। সেক্ষেত্রে তাঁকে প্রার্থী করা হবে কিনা তা নিয়ে জল্পনা ছিলই। পাশাপাশি তাপস রায়ও যোগ দিয়েছেন বিজেপিতে। তাঁর নাম প্রার্থী তালিকায় থাকবে কিনা এখন তাই দেখার।

যদিও শমীক ভট্টাচার্য এই প্রসঙ্গে জানিয়েছেন, বিজেপির প্রার্থী নিয়ে রাজ্যের তরফে কোনও কিছু বলা সম্ভব নয়। ঘোষণা হলে সকলেই সবটা জানতে পারবেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *