Kkr Vs Srh,রাতে স্পেশ্যাল বাস সার্ভিস, ইডেনে KKR-এর ম্যাচ শেষে বাড়ি ফিরুন নিশ্চিন্তে – special bus service after kkr vs srh ipl match at eden gardens today


আজ আইপিএল-এ যাত্রা শুরু কলকাতা নাইট রাইডার্সের। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধ ইডেন গার্ডেনসে মাঠে নামবে কেকেআর। প্রথম ম্যাচে প্রিয় টিমের খেলা দেখতে মুখিয়ে রয়েছেন ভক্তরা। তবে উদ্বেগ বাড়ি ফেরা নিয়ে। কারণ ম্যাচ শেষ হতে বেশ রাত হয়ে যাবে। তাই সেই সময় বাড়ি কী ভাবে ফিরবেন, সেই নিয়ে রীতিমতো চিন্তায় দর্শকরা। তবে এবার দর্শকদের সুবিধার জন্য বড় পদক্ষেপ। ম্যাচ শেষের পর দর্শকরা যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন, তার জন্য থাকছে অতিরিক্ত বাস।জানা গিয়েছে, WBTC-র তরফে এদিন বিশেষ বাস পরিষেবা রাখা হচ্ছে। এছাড়া, সিটি সাবারবান বাস সার্ভিসের সাধারণ সম্পাদক টিটু সাহা বলেন, ‘গতকাল (শুক্রবার) মোটর ভেহিক্যালস আমাদের একটা চিঠি দিয়ে অনুরোধ করেছে যে ওই জায়গায় কিছু পরিষেবা রাখতে। যাতে কিছু গাড়ি ওখানে থাকে, ওরা সহযোগিতা চেয়েছে, আমরা সহযোগিতা করব।’ এর ফলে দর্শকরা ম্যাচ শেষের পর নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারবেন বলেই মনে করা হচ্ছে।

এদিকে শনিবারের ম্যাচের জন্য ইতিমধ্যেই রাতে বিশেষ পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করেছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষও। এই বিষয়ে মেট্রো রেলের তরফে জানান হয়েছে, ম্যাচের শেষে উত্তর – দক্ষিণ করিডোর, অর্থাৎ ব্লু লাইনে পাওয়া যাবে বিশেষ এই পরিষেবা। এক্ষেত্রে একটি মেট্রে এসপ্ল্যানেড থেকে ছাড়বে রাত ১২টা ১৫ মিনিটে। সেটি দক্ষিণেশ্বর পৌঁছবে রাত্রি ১২টা ৪৮ মিনিটে। অন্যদিকে আরও একটি মেট্রো ছাড়বে ওই একই সময়ে, অর্থাৎ রাত্রি ১২টা ১৫ মিনিটে। সেটিও কবি সুভাষ পৌঁছবে রাত্রি ১২টা ৪৮ মিনিটে।

প্রসঙ্গত, কলকাতার ইডেন গার্ডেনসে আইপিএল-এর ম্যাচ দেখতে প্রতিবছরই হাজার হাজার দর্শক ভিড় করেন। তাঁদের মধ্যে অনেকেরই থাকে নিজস্ব যানবাহন। যাঁদের নিজস্ব যানবাহন থাকে, তাঁরা বেশি রাতে ম্যাচ শেষের পরে খুব সহজেই বাড়িও ফিরে যেতে পারেন। কিন্তু বাকিদের বাড়ি ফেরার ক্ষেত্রে সমস্যার পড়তে হয়। কারণ, রাত হয়ে যাওয়ায় একদিকে যেমন যানবাহনের সংখ্যা কমে যায়, অন্যদিকে আবার যে অল্প সংখ্যাক যানবাহন রাস্তায় থাকে, সেগুলিও অতিরিক্ত ভাড়া দাবি করে। ফলে সামান্য দূরত্ব যেতেও অনেকটাই গাঁটের কড়ি খরচ করতে হয় যাত্রীদের। সেক্ষেত্রে মেট্রো ও বাসের এই বিশেষ পরিষেবা দর্শকদের বাড়ি ফেরার ক্ষেত্রে অনেকটাই সুবিধা দেবে বলে মনে করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *