এদিন ISF-এর সঙ্গে আসন সমঝোতা প্রসঙ্গে বিমান বসু বলে, ‘ISF-এর সঙ্গে কোনও বোঝাপড়া এখনও হয়নি। ওরা যদি আন্তরিক থাকে আলোচনার জন্য তখন সকলকে জানাব।’ অর্থাৎ জোটের সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছেন না তিনি।
বামেদের ৪ কেন্দ্রের প্রার্থীদের নাম
কেন্দ্র | প্রার্থীদের নাম |
মুর্শিদাবাদ | মহম্মদ সেলিম |
রানাঘাট | অলোকেশ দাস |
বর্ধমান দুর্গাপুর | ড. সুকৃতি ঘোষাল |
বোলপুর | শ্যামলী প্রধান |
এর আগে ১৭টি লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে বামফ্রন্ট। এর মধ্যে তমলুকে চমক ছিল সায়ন বন্দ্যোপাধ্যায়। এই কেন্দ্রে তরুণ মুখ দেবাংশু ভট্টাচার্যের উপর আস্থা রেখেছে তৃণমূল। বিজেপি এখনও প্রার্থী ঘোষণা করেনি। অন্যদিকে, শ্রীরমপুর থেকে দীপ্সিতা ধরকে প্রার্থী করা হয়। দমদম থেকে সুজন চক্রবর্তী, যাদবপুর কেন্দ্রে সৃজন ভট্টাচার্য, কলকাতা দক্ষিণ লোকসভা আসনে শায়েরা শাহ হালিম, হাওড়ায় সব্যসাচী চট্টোপাধ্যায়, আসানসোলে জাহানারা খান, মেদিনীপুরে বিপ্লব ভট্ট, বিষ্ণুপুরে শীতল কৈবর্ত, বর্ধমানে নীরজ খান, বাঁকুড়ায় নীলাঞ্জন দাশগুপ্ত, আলিপুরদুয়ারে মিলি ওরাওঁয়ের নাম ঘোষণা করা হয়েছিল।
প্রথম দফায় বামেদের প্রার্থী তালিকায় যে ১৬ জনের নাম ছিল তাঁদের মধ্যে সুজয় চক্রবর্তী এবং বিপ্লব ভট্ট ছাড়া কেউ আগে লোকসভায় লড়েনি। ফলে এই ‘ফ্রেশ ফেস’-ই বামেদের প্রার্থী তালিকার USP বলে মনে করছিল ওয়াকিবহাল মহলের একাংশ।