Mahua Moitra: তৃণমূলপ্রার্থী মহুয়া মৈত্রের আলিপুরের বাড়িতে সিবিআই, চলছে তল্লাশি


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লোকসভা নির্বাচনের আগে ফের তৎপর কেন্দ্রীয় এজেন্সিরা। গতকাল ইডির পর আজ কলকাতায় ফের অ্যাকশনে সিবিআই। তৃণমূলপ্রার্থী মহুয়া মৈত্রের আলিপুরের বাড়িতে তেড়েফুঁড়ে কেন্দ্রীয় গোয়েন্দারা। আলিপুরে মহুয়ার বাবা ব্যবসায়ী ডিএল মৈত্রের বাড়িতে সিবিআই। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে চলছে তল্লাশি অভিযান। সংসদে ঘুষের বিনিময়ে প্রশ্নকাণ্ডে বহিষ্কৃত হন মহুয়া মৈত্র।

আরও পড়ুন, Swarup Biswas: টানা প্রায় ৭১ ঘণ্টা তল্লাশি! ভোররাতে স্বরূপ বিশ্বাসের বাড়ি ছাড়লেন আয়কর আধিকারিকরা

‘টাকার বিনিময়ে প্রশ্ন’ -এর অভিযোগ সংক্রান্ত বিষয়ে আগেই CBI তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। এবার এই মামলাতেই মহুয়া মৈত্রের বাবা দীপেন্দ্রলাল মিত্রের আলিপুরে ফ্ল্যাটে যান গোয়েন্দারা। সিবিআইয়ের সূত্রে খবর, ওই মামলাতেই তৃণমূল প্রার্থীর বাসস্থানে তল্লাশি কেন্দ্রীয় গোয়েন্দাদের। সম্প্রতি লোকপাল সিবিআইকে তদন্তের নির্দেশ দেয়। ৬ মাসের মধ্যে তদন্ত করে সিবিআইকে রিপোর্ট দিতে বলা হয়। শুক্রবারই সিবিআই দিল্লিতে মামলা রুজু করে মহুয়া মৈত্র-সহ অন্যান্যদের বিরুদ্ধে। 

সংবাদ সংস্থাকে দেওয়া এক বিবৃতিতে লোকপাল জানিয়েছে, “আমরা সিবিআইকে নির্দেশ দিচ্ছি, ধারা ২০(৩)(এ) এর অধীনে করা অভিযোগের সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত  শুরু করতে।”

 

আরও পড়ুন, Joka BBD Bag Metro: শেষ স্টেশন কোথায় হবে? জোকা-বিবাদি বাগ মেট্রো প্রকল্পে নয়া জটিলতা!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *