Mahua Moitra House : ভোটের মুখে মহুয়ার বাবার বাড়িতে CBI, ‘অর্থের বিনিময়ে প্রশ্ন’ মামলায় তল্লাশি? – cbi is conducting a raid at mahua moitra father house in cash for query case


শনিবার সাত সকালে মহুয়া মৈত্রের বাবার কলকাতার বাড়িতে CBI হানা। ‘টাকার বিনিময়ে প্রশ্ন’ -এর অভিযোগ সংক্রান্ত বিষয়ে আগেই CBI তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। এবার এই মামলাতেই মহুয়া মৈত্রের বাবা দীপেন্দ্রলাল মিত্রের আলিপুরে ফ্ল্যাটে যান গোয়েন্দারা।উল্লেখ্য, মহুয়া মৈত্রের বিরুদ্ধে সংসদে অর্থের বিনিময়ে প্রশ্ন করার অভিযোগ উঠেছিল। এই ঘটনার তদন্তভার গিয়েছিল CBI-এর হাতে। জানা গিয়েছে,এই মামলাতেই তদন্ত চালাতে মহুয়া মৈত্রের বাবার ফ্ল্যাটে গিয়েছে CBI।

জানা গিয়েছে, CBI শনিবার আলিপুরের একটি আবাসনে যায়। এই আবাসনের নয় তলার একটি ফ্ল্যাটে থাকেন মহুয়া মৈত্রের বাবা। সেখানেই গিয়েছেন গোয়েন্দারা।

উল্লেখ্য, সাংসদে অর্থের বিনিময়ে প্রশ্ন করার অভিযোগে মহুয়া মৈত্রের বিরুদ্ধে CBI তদন্তের নির্দেশ দেয় লোকপাল। তৃণমূল সাংসদের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ ‘গুরুতর’ বলে উল্লেখ করা হয়েছিল। এই নির্দেশিকাতে বলা হয়, ‘CBI-কে ২০(৩) (এ) ধারার অধীনস্থ অভিযোগের যাবতীয় দিক খতিয়ে দেখার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। এই নির্দেশ পাওয়ার ছয় মাসের মধ্যে তদন্তের রিপোর্ট জমা দিতে হবে। পাশাপাশি তদন্তের গতিবিধিও পর্যায়ক্রমে জমা দেবে CBI।’

ক্যাশ ফর কোয়্যারি মামলায় মহুয়া মৈত্রের বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি শিল্পপতি দর্শন হিরানন্দানির থেকে টাকা নিয়ে লোকসভায় গৌতম আদানি সম্পর্কে প্রশ্ন করেন। এই প্রসঙ্গে লোকসভায় এথিক্স কমিটির কাছে অভিযোগ জানিয়েছিলেন BJP সাংসদ নিশিকান্ত দুবে। এরপর এথিক্স কমিটির তদন্ত করে এবং সাংসদ পদ থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *