Mohammed Salim,বিনিয়োগ ৩৮ লাখ, আয়ের নিরিখে এগিয়ে স্ত্রী! কত সম্পত্তির মালিক মহম্মদ সেলিম? – mohammed salim asset details is here as per previous affidavit


মুর্শিদাবাদ কেন্দ্র থেকে লোকসভা ভোটে লড়তে চলছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। ইতিমধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা সেরেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। ২০১৯ সালে রায়গঞ্জ কেন্দ্র থেকে ভোটে লড়েন তিনি। কিন্তু, সেই বার জয়ী হতে পারেননি। রাজনৈতিক মহলের একাংশের কথায়, এইবার মুর্শিদাবাদকে পাখির চোখ করেছে বামেরা।মহম্মদ সেলিম কংগ্রেস সমর্থিত প্রার্থী। ফলে হাত শিবিরের ভোটও সেই অংকে তাঁর ভাঁড়ারেই জুটবে বলে মনে করা হচ্ছে। ২০১৯ সালে নিয়ম মোতাবেক হলফনামায় নিজের আয়-ব্যয় সংক্রান্ত যাবতীয় হিসাব দিয়েছিলেন মহম্মদ সেলিম। তাঁর অতীতের নির্বাচনী হলফনামা মোতাবেক সম্পত্তি-আয়-ব্যয়ের হিসাব তুলে ধরা হল।

২০১৬-১৭ অর্থবর্ষে মহম্মদ সেলিমের আয় ছিল ৮ লাখ ৭৪ হাজার ৯৪৯। ২০১৭-১৮ অর্থবর্ষে তাঁর আয় ছিল ৭ লাখ ৭১ হাজার ৫৮। অন্যদিকে, তাঁর স্ত্রীর আয় ছিল ২০১৬-১৭ সালে ১২ লাখ ৭৬ হাজার ৯৮৮ এবং ২০১৭-১৮ সালে ১৩ লাখ ৮৮ হাজার ১৮১। ২০১৯ সালে নির্বাচনী হলফনামা জমা দেওয়ার সময় মহম্মদ সেলিমের হাতে নগদ টাকা ছিল ২৫০০ এবং তাঁর স্ত্রীর হাতে টাকা ছিল ৬ হাজার ৫০০। তাঁর একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা ছিল ১৯ হাজার ৫৩১ এবং অপর অ্যাকাউন্টে ছিল ১৬ হাজার ১০০।

মহম্মদ সেলিমের হলফনামা

তাঁর কত টাকা বিনিয়োগ রয়েছে?

নথি অনুযায়ী তাঁর মোট বিনিয়োগ দেখা গিয়েছে ৩৮০৯৮৫০ এবং তাঁর স্ত্রীর ক্ষেত্রে অংকটা ২৮৩৩৮১৩। ২০১৫ সালে তিনি একটি গাড়ি কেনেন। যার দাম ২০১৯ সালে ধরা হয়েছিল ৩০০০০০।

তাঁর কাছে সোনা ছিল ৫৫০০ এবং স্ত্রীর কাছে ছিল ১৮০০০০। উল্লেখযোগ্যভাবে এই তথ্য ২০১৯ সালের হলফনামা অনুযায়ী। প্রার্থী তালিকা ঘোষণার পর এখনও তিনি হলফনামা জমা করেননি। উল্লেখযোগ্যভাবে মুর্শিদাবাদ কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী করেছে গৌরিশঙ্কর ঘোষকে। অন্যদিকে তৃণমূলের প্রার্থী, আবু তাহের খান। তাঁরা ইতিমধ্য়েই নিজেদের এলাকায় গিয়ে প্রচার শুরু করেছেন।

বামেদের প্রার্থী তালিকায় এবারে নতুন এবং পুরনো মুখে ভারসাম্য দেখা গিয়েছে। একদিকে যখন দল দীপ্সিতা এবং সায়নের মতো মুখের উপর ভরসা রেখেছে তেমনই সুজন চক্রবর্তী এবং মহম্মদ সেলিমের মতো অভিজ্ঞ রাজনীতিকও রয়েছেন। এখন দেখার লোকসভা নির্বাচনে কি বামেরা এই পন্থায় সাফল্য আনতে পারবে? ভোট ব্যাঙ্কে ঠিক কী প্রভাব পড়ে, এখন তাই দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *