Rachana Banerjee,’প্রসেনজিৎও গান গাইছেন…’, ধোঁয়ায় ধোঁয়া নিয়ে দেদার মিম, মন্তব্য নিয়ে প্রথম মুখ খুললেন রচনা – rachana banerjee first reacts on her trending comments about industrialization in west bengal


হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের ‘ধোঁয়াই ধোঁয়া’ মন্তব্য নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল। এবার এই নিয়ে মুখ খুললেন তারকা প্রার্থী। তিনি বলেন, ‘মিম মজার, কখনও নেগেটিভ নয়।’ কিছুদিন আগেই হুগলিতে শিল্প প্রসঙ্গে প্রশ্ন করা হলে রচনা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘চারিদিকে এত কলকারখানা। গলগল করে ধোঁয়া বেরোচ্ছে।’এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক মিম তৈরি হয়েছিল। যদিও গোটা বিষয়টিকে ঠাট্টার ছলেই নিয়েছেন বলে জানান অভিনেত্রী। শনিবার প্রথম এই প্রসঙ্গে মুখ খুলেছেন তিনি। রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আসার সময় দেখেছিলাম কারখানা তৈরি হয়েছে। তাই বলেছিলাম। আর তা নিয়ে যা মিম তৈরি হয়েছে বাপ রে বাপ! প্রসেনজিৎও গান গাইছে। দারুণ বানিয়েছে কিন্তু মিমগুলো। আমাকে প্রশ্ন করা হয়েছিল কারখানা নিয়ে। আগেও সিঙ্গুরে এসেছি। রাতে শো করে ফিরতাম বলে খুব একটা নজরে আসত না। এখন প্রচারে নিয়মিত আসছি। তখন দেখেছি ধোঁয়া। এই মিমগুলো নেগেটিভ নয়। বেশ মজার। এই ধরনের পাবলিশিটিও ভালো। হাজার হাজার লাইক হচ্ছে। নেগেটিভ কিছু বলার নেই।’

সিঙ্গুরে একদিকে তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে বামফ্রন্ট প্রার্থী মনোদীপ ঘোষ-শনিবার জমে ওঠে রাজনৈতিক প্রচার। এদিন বামফ্রন্ট প্রার্থী মনোদীপ ঘোষ সিঙ্গুরের ন্যানো কারখানা প্রসঙ্গ টেনে রাজ্য শাসক দলকে কটাক্ষ করেন।

সপাট জবাব দেন রচনা বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় কখনও কারখানার বিরুদ্ধে নন। যখন দেখেছেন সিঙ্গুরের জমি জোড় করে কেড়ে নেওয়া হচ্ছে তখন সেই মানুষগুলোর জন্য তিনি লড়াই করেছিলেন। দিদি কখনও কলকারখানার বিরুদ্ধে ছিলেন না। দিদি বলেছিলেন কারখানা হোক। কিন্তু জমি কেড়ে নিয়ে কারখানা হোক দিদি চাননি। তাই জোর করে জমি কেড়ে নেওয়ার বিরুদ্ধে দিদি লড়াই করেছেন।’

পাশাপাশি কারখানা থেকে ধোঁয়া বের হওয়া নিয়ে তাঁর বক্তব্যের যে মিম হয়েছে, তা কার্যত হেসেই উড়িয়ে দিলেন হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘মিমে দেখলাম প্রসেনজিৎ গান গাইছেন। মিম মজার,কখনও নেগেটিভ নয়। কত লাইক হচ্ছে জানেন !’

‘এত কারখানা হয়েছে, চারিদিকে ধোঁয়াই ধোঁয়া, হুগলিতে মন্তব্য রচনার

উল্লেখ্য, এই বার হুগলি লোকসভা কেন্দ্র থেকে রচনা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করে কার্যত চমকে দিয়েছে রাজ্যের শাসক দল। তাঁর বিপরীতে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। শেষমেশ কার দখলে যায় হুগলি! সেই দিকে তাকিয়ে রয়েছে গোটা রাজনৈতিক মহল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *