সিঙ্গুরে একদিকে তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে বামফ্রন্ট প্রার্থী মনোদীপ ঘোষ-শনিবার জমে ওঠে রাজনৈতিক প্রচার। এদিন বামফ্রন্ট প্রার্থী মনোদীপ ঘোষ সিঙ্গুরের ন্যানো কারখানা প্রসঙ্গ টেনে রাজ্য শাসক দলকে কটাক্ষ করেন।
সপাট জবাব দেন রচনা বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় কখনও কারখানার বিরুদ্ধে নন। যখন দেখেছেন সিঙ্গুরের জমি জোড় করে কেড়ে নেওয়া হচ্ছে তখন সেই মানুষগুলোর জন্য তিনি লড়াই করেছিলেন। দিদি কখনও কলকারখানার বিরুদ্ধে ছিলেন না। দিদি বলেছিলেন কারখানা হোক। কিন্তু জমি কেড়ে নিয়ে কারখানা হোক দিদি চাননি। তাই জোর করে জমি কেড়ে নেওয়ার বিরুদ্ধে দিদি লড়াই করেছেন।’
পাশাপাশি কারখানা থেকে ধোঁয়া বের হওয়া নিয়ে তাঁর বক্তব্যের যে মিম হয়েছে, তা কার্যত হেসেই উড়িয়ে দিলেন হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘মিমে দেখলাম প্রসেনজিৎ গান গাইছেন। মিম মজার,কখনও নেগেটিভ নয়। কত লাইক হচ্ছে জানেন !’
উল্লেখ্য, এই বার হুগলি লোকসভা কেন্দ্র থেকে রচনা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করে কার্যত চমকে দিয়েছে রাজ্যের শাসক দল। তাঁর বিপরীতে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। শেষমেশ কার দখলে যায় হুগলি! সেই দিকে তাকিয়ে রয়েছে গোটা রাজনৈতিক মহল।