Saumitra Khan,প্রাক্তন স্বামীকে ‘চরিত্রহীন’ আক্রমণ সুজাতার, এবার দ্বিতীয় বিয়ের কারণ জানালেন সৌমিত্র – saumitra khan bishnupur lok sabha constituency bjp candidate attacks on sujata mondal


লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর কেন্দ্র থেকে ফের একবার বিজেপির টিকিটে লড়ছেন সৌমিত্র খাঁ। পালটা সৌমিত্রর প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডলকে প্রার্থী করেছে তৃণমূল। নাম ঘোষণার পর থেকেই ব্যাপকভাবে প্রচারে নেমে পড়েছেন দুই প্রার্থী। চলছে লাগাতার, মিটিং, মিছিল, সভা, সমিতি, জনসংযোগ। একইসঙ্গে চলছে রাজনৈতিক আক্রমণ – প্রতি আক্রমণA।ইতিমধ্যেই বিভিন্ন সভায় প্রাক্তন স্বামী তথা প্রতিপক্ষ দলের প্রার্থী সৌমিত্র খাঁকে তীব্র ভাষায় আক্রমণ করতে দেখা গিয়েছে সুজাতাকে। সৌমিত্রকে আক্রমণের ক্ষেত্রে ‘চরিত্রহীন’ বা ‘লম্পট’-এর মতো ভাষাও ব্যবহার করতে শোনা গিয়েছে তৃণমূল প্রার্থীকে। এবার পালটা তার জবাব দিলেন সৌমিত্র খাঁ। একইসঙ্গে তিনি কেন ফের বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন, সেই জবাবও দিলেন সৌমিত্র।

এক সভায় সৌমিত্র খাঁ বলেন, ‘আমি জীবনকে খুব এনজয় করি। অনেকে অনেক কিছু বলবে। সুজাতা বাইরে গিয়ে একটা কথা বারবার বলবে, চরিত্রহীন। ও আমার বাড়ি থেকে চলে যাওয়ার পর তৃণমূল কংগ্রেসে যাবে, আর আমি কি চুপচাপ বলে থাকব? আমার বাবা মায়ের চাপে আমি একজন বিধবাকে বিয়ে করেছি, আমার একটা ছোট্ট বাচ্চা আছে। আমি আনন্দিত বোধ করি, আমি ভালো আছি, আমি ভালো থাকব।’

প্রসঙ্গত, এর আগে একটি সভায় সৌমিত্র খাঁর উদ্দেশে সুজাতা মণ্ডলকে বলতে শোনা যায়, ‘পাঁচ বছর আগে সৌমিত্র খেতে পেত না। এখন প্রচুর সম্পত্তি হয়েছে। কোথা থেকে এই সম্পত্তি এল?’ শুধু তাই নয়, বিজেপি কর্মীদের উদ্দেশে সুজাতা প্রশ্ন করেন, সৌমিত্রকে সন্ধে ৭টার পর পাওয়া যায় কি না। একইসঙ্গে সৌমিত্র খাঁকে ‘লম্পট’ ও ‘চরিত্রহীন’ বলেও কটাক্ষ করেন সুজাতা। সৌমিত্র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তোলেন তাঁর প্রাক্তন স্ত্রী। যদিও সৌমিত্র বারেবারেই এই ধরনের অভিযোগ তুললেও এতদিন খুব একটা বেশি প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি সৌমিত্রকে। এবার পালটা মুখ খুললেন তিনি।

উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনেও বিষ্ণুপুর কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছিলেন সৌমিত্র খাঁ। যদিও সেই সময় আদালতের নির্দেশে বিষ্ণুপুর লোকসভা এলাকায় ঢুকতে পারেননি তিনি। সেই সময় তাঁর হয়ে প্রচার চালিয়েছিলেন সুজাতা। রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই বলেন, কার্যত সুজাতার কাঁধে ভর করেই সেবার ভোট বৈতরণী পার করেছিলেন সৌমিত্র। যদিও পরবর্তীতে তৃণমূলে যোগ দেন সুজাতা। এবার তাঁকেই সৌমিত্রর বিরুদ্ধে দাঁড় করিয়েছে তৃণমূল। এদিকে, ওই সভা থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশাংসা করতেও দেখা গেল সৌমিত্রকে। তিনি বলেন, ‘তৃণমূল কিছুই করেনি, বুদ্ধদেববাবু বড়জোড়ায় কিছু কারখানা করেছিলেন, অস্বীকার করছি না। আর তৃণমূল নেতারা এখন কারখানা পিছু ৫০ হাজার টাকা মান্থলি করেছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *