আসন্ন লোকসভা নির্বাচনে সবথেকে আকর্ষণীয় আসন হতে চলেছে বসিরহাট কেন্দ্র। এই কেন্দ্র থেকে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে হাজি নুরুল ইসলামকে। সেখানেই এবার কাকে বিজেপি প্রার্থী করবে, তাই নিয়ে ব্যাপক জল্পনা ছিল বিজেপির অন্দরে। এই আসন থেকে কি বিজেপি কোনও তারকা মুখ বেছে নেবে? নাকি কোনও ভালো সংগঠককে প্রার্থী করা হবে? সেই নিয়েই ছিল জল্পনা। অবশেষে এই জল্পনার অবসান ঘটিয়ে বসিরহাট কেন্দ্র থেকে প্রার্থী করা হল রেখা পাত্রকে।বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র। সন্দেশখালি পাত্র পাড়ায় বাড়ি। কোনদিন বিজেপি দলের সাথে তাকে দেখা যায়নি, সূত্র মারফত জানা যায়,সন্দেশখালির সকলের কাছে ইনি পরিচিত কি না তা নিয়ে প্রশ্ন,তবে সন্দেশখালি আন্দোলনে মাঝেমধ্যে কোন দলের হয়ে না দেখা গেলেও তাঁকে স্লোগান দিতে দু একবার দেখা যায়, আর সেই সন্দেশখালি রেখা পাত্র বিজেপির এবারে লোকসভার প্রার্থী।
রবিবার রাতে রাজ্যে বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে একের পর এক চমক দেওয়া হয়েছে। পুরনো অনেক প্রার্থীর আসন বদল করা হয়েছে। এর মধ্যে সবথেকে চমকপ্রদ প্রার্থী করা হয়েছে বসিরহাট কেন্দ্র থেকে ।
রবিবার রাতে রাজ্যে বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে একের পর এক চমক দেওয়া হয়েছে। পুরনো অনেক প্রার্থীর আসন বদল করা হয়েছে। এর মধ্যে সবথেকে চমকপ্রদ প্রার্থী করা হয়েছে বসিরহাট কেন্দ্র থেকে ।
দীর্ঘদিন ধরেই বিজেপির প্রার্থী তালিকা কবে প্রকাশিত হবে, সেই নিয়ে জল্পনা ছিল। দফায় দফায় রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। অনেক আসনেই বিজেপির রাজ্য থেকে পাঠানো তালিকা নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে বলে খবর উঠে আসে। অবশেষে রবিবার প্রার্থী তালিকা ঘোষণা করা হবে এমনটাই আশা ছিল। সেইমতো এদিন রাতেই বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণা করা হল।